বায়ার্নে নাম লেখালেন মাটাইস ডি লিখট

স্পোর্টস ডেস্ক : জুভেন্টাস ছেড়ে বায়ার্ন মিউনিখে নাম লেখালেন মাটাইস ডি লিখট। ডাচ এই ডিফেন্ডারকে পাঁচ বছরের জন্য দলে ভিড়িয়েছে জার্মান ক্লাবটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ডি লিখটকে দলে নেওয়ার খবর নিশ্চিত করেছে বায়ার্ন। জুভেন্টাসের সাবেক সেন্টার-ব্যাকের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি করেছে বায়ার্ন মিউনিখ।

জানা যায়, ডি লিখটকে দলে ভেড়াতে ৬ কোটি ৭০ লাখ ইউরো খরচ করেছে বায়ার্ন। এ ছাড়া বোনাস মিলিয়ে আরো এক কোটি খরচ হতে পারে জার্মান ক্লাবটির।

নতুন ক্লাব নিয়ে ডাচ তারকা বলেন, ‘বড় বড় সাফল্যের লক্ষ্যে এগিয়ে যাওয়া একটি দল হলো বায়ার্ন। আমি এখন বায়ার্নের গল্পের অংশ হয়ে উঠেছি, এতে আমি খুব খুশি।’

 

পূর্ববর্তী নিবন্ধওয়ানডেকে বিদায় বলায় আমাকে টি-টোয়েন্টিতে নিষিদ্ধ করেছিল:কেভিন পিটারসেন
পরবর্তী নিবন্ধরপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৭ বিলিয়ন ডলার