বায়ার্নকে কাঁদিয়ে ফাইনালে ডর্টমুন্ড

পপুলার২৪নিউজ ডেস্ক:
জার্মান কাপের সেমিফাইনালে জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখকে কাঁদিয়ে ফাইনালে উঠেছে বরুশিয়া ডর্টমুন্ড।

বুধবার অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন মিউনিখকে ৩-২ গোলে হারিয়েছে অতিথিরা।

ঘরের মাঠে শুরুতেই হোঁচট খায় বায়ার্ন, জার্মান তারকা মার্ক রেউসকে বরুশিয়াকে এগিয়ে নেন।

তবে ম্যাচের ২৮ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। মার্টিনেজের গোলে স্বস্তি ফেরে বায়ার্ন শিবিরে।

বিরতির পাঁচ মিনিট আগে বায়ার্নকে লিড এনে দেন ম্যাট হ্যামেলস। রিবেরির বাড়ানো বলে বরুশিয়ার জালে বল জড়ান জার্মান এই তারকা। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বায়ার্ন।

তবে বিরতির পরই ঘুরে দাঁড়ায় বরুশিয়া। ম্যাচের ৬৯ মিনিটে ডেমবেলের ক্রস থেকে হেডে গোল করে ডর্টমুন্ডকে সমতায় ফেরান পিয়েরে এমরিক অবামেয়াং। আর ৭৪ মিনিটে বায়ার্নের জালে শেষ পেরেক ঠুকে দেন ডেমবেলে। ফাইনালে বরুশিয়ার প্রতিপক্ষ ফ্রাঙ্কফুর্ট।

পূর্ববর্তী নিবন্ধপিসিবির সিদ্ধান্তে বিস্মিত বিসিবি
পরবর্তী নিবন্ধঅনলাইনে বিনা মূল্যে খেলা দেখা বন্ধ!