বাড়ি যাওয়ার আগে যেভাবে গোছাবেন ট্রাভেল ব্যাগ

পপুলার২৪নিউজ ডেস্ক:
ঈদে নাড়ির টানে বাড়ির দিকে ছুটছেন কর্মজীবী মানুষ। শৈশব, কৈশোরের স্মৃতিমাখা দিনগুলো ফিরে পেতে পরিবার, বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদের আনন্দ অন্যরকম।

ঈদের আগে বাড়ি ফেরার জন্য আগের রাতে ব্যাগ না গুছিয়ে একদিন আগেই ব্যাগ গুছিয়ে রাখা ভাল। কারণ তাড়াহুড়ো করে ব্যাগ গুছিয়ে নিলে রেখে যেতে পারেন অনেক প্রয়োজনীয় জিনিস। মাটি হয়ে যেতে পারে ঈদ-আনন্দ।

যাওয়ার ঠিক আগ মুহূর্তে প্রয়োজনীয় জিনিস গোছানো নিয়ে বিপাকে পড়তে হয়। কী নেবেন কী রেখে যাবেন সেটা নিয়ে মহা ঝামেলায় পড়েন। এ সময় আগে প্রয়োজনীয় অনুষঙ্গ সঙ্গে রাখা ভাল।

আসুন জেনে নেই বাড়ি ফেরার আগে কিভাবে গোছাবেন ট্রাভেল ব্যাগ
১.কী কী নিবেন লিস্ট করুন:
কোথাও যাবার দুই থেকে তিন দিন আগে আপনি ব্যাগে কী কী নিবেন তার একটা লিস্ট তৈরি করুন। লিস্ট থেকে খুটিনাটি কিছুই বাদ দেবেন না। লিস্টে টুথপেস্ট, শ্যাম্পু, ব্রাশ, ময়েশ্চারাইজার, সুই-সুতো, স্যালাইন, প্রয়োজনীয় ওষুধপত্র কিছুই যেন বাদ না য়ায়।

২.প্রয়োজনীয় কাপড়:
ঈদের জন্য যা কেনাকাটা করেছেন আর আপনার প্রয়োজনীয় কাপড়গুলো গুছিয়ে নিন। সব থেকে বড় বিষয় হলো পরিধেয় পোশাক। তাই প্রয়োজনীয় পোশাক, শোবার পোশাকের সঙ্গে জুতা-স্যান্ডেল নিয়ে নিন লাগেজে। সঙ্গে হাতমুখ মোছার জন্য ছোট্ট তোয়ালে নিতে ভুলবেন না। কয়দিন ছুটি কাটাবেন তার উপর হিসেব করেই কাপড় নিতে পারেন।

৩. ব্রাশ, টুথপেস্ট, টিস্যু, সাবানসহ অন্যান্য অনুষঙ্গ:
ছেলে–মেয়ে উভয় ব্যাগে গুছিয়ে নিন অল ইন ওয়ান ময়েশ্চারাইজার ও ভ্যাসলিন, সানস্ক্রিন, চিরুনি, টুথপেস্ট, টুথব্রাশ, মিনিপ্যাক শ্যাম্পু ও কন্ডিশনার, শাওয়ার জেল (ট্রাভল সাইজ), সানগ্লাস, ফোল্ডিং ছাতা, হ্যান্ড স্যানিটাইজার, টিস্যু পেপার ও ওয়েট টিস্যু, ডিওডোরেন্ট ও পারফিউম।

আপনার টুথপেস্ট, শ্যাম্পু, তেল, ক্রিম জাতীয় সামগ্রীগুলো ছোট জিপলক ব্যাগে ভরে নিন। তারপর ছোট ব্যাগটি ট্রাভেল ব্যাগের সাইড পকেটে যেখানটায় জুতো রাখেন সেখানে রাখুন। কারণ যদি দুর্ঘটনাবশত আপনার কোনো একটা সামগ্রীর কৌটা লিক হয়ে যায় তাহলে আপনার প্রিয় পোশাকগুলো তেলে ক্রিমে মাখামাখি হবার হাত থেকে রক্ষা পাবে।

প্রয়োজনীয় ঔষধ সঙ্গে রাখুন:
ভেপসা গরম আর থেমে থেমে বৃষ্টি। এই আবহাওয়ায় অসুস্থ হয়ে যেতে পারেন। সামান্য সর্দি-জ্বরেও ভুগতে পারেন। তাই সব ধরনের প্রতিকূলতার বিপরীতে নিজের শরীর-মন ফুরফুরে রাখতে ব্যাগে কিছু প্রয়োজনীয় ঔষধ নেয়া জরুরি। সঙ্গে রাখতে পারেন ওরস্যালাইন, পারাসিটামল, এন্টিসেপ্টিক ক্রিম যেমন- সেভলন ক্রিম (শেভ করার পরও ব্যাবহার করা যাবে), ব্যান্ড–এইড। এছাড়া ডাক্তারের তত্ত্ববধানে থাকলে আপনার প্রয়োজনীয় ওষুধপত্র নিতে কখনই ভুলবেন না।

গুছিয়ে নিন সাজগোজের জিনিস:
উৎসবে সাজগোজ খুব বড় একাটা ব্যাপার সৌন্দর্য প্রেমিদের কাছে। তাই মেয়েরা প্রয়োজন অনুযায়ী হালকা গহনা ও সাজগোজের জিনিস নিতে ভুলবেন না। অন্যদিকে ছেলেরা সঙ্গে রাখতে পারেন শেভিং জেল (ট্রাভেল সাইজ), রেজার, আফটার শেভ, হেয়ার জেল, সুগন্ধি।

সঙ্গে রাখুন পলিথিন ব্যাগ:
ট্রাভেল ব্যাগের সাইড পকেটে মনে করে অব্যশ্যই কিছু পলিথিন ব্যাগ নিয়ে নিন। ফেরার সময় ভেজা কাপড় অথবা বাড়তি কোনো কিছু রাখার জন্যে পলিব্যাগের প্রয়াজন হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধযা খেলে পুরুষের শরীর ঠিক থাকে
পরবর্তী নিবন্ধঝুঁকি জেনেও সবাই পাকিস্তানে যাচ্ছে: অ্যান্ডি ফ্লাওয়ার