পপুলার২৪নিউজ ডেস্ক:
একের পরে এক রেকর্ড ভেঙেই চলেছে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’। কাটাপ্পা কেন অমরেন্দ্র বাহুবলীকে মেরেছিল, সেই কৌতূহলেরও অবসান ঘটেছে। কিন্তু একটি নতুন প্রশ্ন ‘বাহুবলী’-প্রেমীদের মনে উঁকি দিচ্ছে। সেটি হল, তাহলে এখানেই কি ‘বাহুবলী’-র পর্বের ইতি?
না, এখনই তেমনটা মনে করার কোনো কারণ নেই।
‘বাহুবলী’ এক এবং দুইয়ের বিপুল সাফল্যের পরে এবার ‘বাহুবলী’-র তৃতীয় পর্ব নিয়েও জল্পনা উস্কে দিলেন খোদ ছবির পরিচালক এসএস রাজমৌলি।
শুক্রবারই একটি সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিয়েছেন। পরিচালক জানিয়েছেন, ‘বাহুবলী’ নিয়ে দর্শকদের মধ্যে বিপুল উন্মাদনার কারণ হল ছবির টানটান গল্প। ‘বাহুবলী: দ্য বিগিনিং’ এবং ‘বাহুবলী: দ্য কনক্লুশন’-এর সাফল্যের নেপথ্যে ছবির গল্পকেই কৃতিত্ব দিয়েছেন পরিচালক।
তিনি স্পষ্ট বলেছেন, ছবির কাহিনীকার তার বাবা যদি ‘বাহুবলী’-র প্রথম দু’টি গল্পের মতো তৃতীয় কোনো গল্প লিখতে পারেন, তাহলে নিশ্চিতভাবেই ‘বাহুবলী থ্রি’ বানাবেন তিনি।
প্রসঙ্গত, মুক্তির ছয়দিনের মাথায় ৮৫০ কোটি রুপি আয় করেছে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’। যা আমির খান অভিনীত ‘পিকে’-র ৭৯২ কোটি টাকার ব্যবসার রেকর্ড ভেঙে দিয়েছে।