বাসভাড়া পুনর্নির্ধারণে বিকেলে বৈঠক

নিজস্ব প্রতিবেদক:

ডিজেলের দাম কমানোর প্রেক্ষিতে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ সংক্রান্ত বৈঠক ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। জানা গেছে, নতুন সিদ্ধান্তে কিলোমিটার প্রতি পাঁচ পয়সা করে ভাড়া কমতে পারে।

বুধবার (৩১ আগস্ট) বিআরটিএর একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আজ বিকেলে বনানীর বিআরটিএ সদর কার্যালয়ে পরিবহন মালিকদের সঙ্গে ভাড়া সমন্বয়ের বিষয়ে বৈঠক ডেকেছে পরিবহন খাতের এই নিয়ন্ত্রক সংস্থাটি। বৈঠকে বাস ভাড়া কমানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

সূত্র জানিয়েছে, গতকাল বিআরটিএ কার্যালয়ে বাস ভাড়া কমানোর বিষয়ে একটি সভা হয়। এতে একটি প্রস্তাব প্রায় চূড়ান্ত করে আনা হয়েছে। আজকের বৈঠকের পর সে প্রস্তাবটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হবে। তারপরই ভাড়া কমানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

মঙ্গলবার (৩০ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেছেন, ভাড়া কমাতে মালিকদের আপত্তি নেই। মালিকরা আগেও বলেছেন, তেলের দাম কমলে ভাড়া কমানো হবে। সরকার নির্ধারিত ভাড়া মেনে চলবেন মালিকরা। ভাড়া কত কমবে, তা নির্ধারণ করে দেবে সরকার।

এর আগে ৬ আগস্ট জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে মহানগরে প্রতি কিলোমিটারে বাস ও মিনিবাসে ভাড়া ৩৫ পয়সা বাড়ায় বিআরটিএ। আর দূরপাল্লায় বাসভাড়া বাড়ায় ৪০ পয়সা।

বাড়ানোর আগে ভাড়া ছিল মহানগর পর্যায়ে কিলোমিটারে বাসে ২ টাকা ১৫ পয়সা, মিনিবাসে ২ টাকা ১০ পয়সা। দূরপাল্লার বাসে ভাড়া কিলোমিটারপ্রতি ১ টাকা ৮০ পয়সা ছিল। সর্বনিম্ন ভাড়া বাসে ১০ টাকা, মিনিবাসে ৮ টাকা।

পূর্ববর্তী নিবন্ধএক টিকিট দুইবার বিক্রি: সহজকে ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধমধ্য রাতের পর ফার্মেসি বন্ধ রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে