এবার বাসচাপায় প্রাণ গেল জাবির সাবেক শিক্ষার্থীর

রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় নিয়ন্ত্রণ হারানো বসুমতি পরিবহনের একটি বাসের নিচে পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী। রোববার সকালে রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান ওভারব্রিজের কালশি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর পথচারী ও যাত্রীদের সহযোগিতায় ঘাতক বাসটি আটক করা গেলেও পালিয়ে যান বাসের চালক ও সহকারী।

বিষয়টি নিশ্চিত করে ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহান হক বলেন, নিহত ব্যক্তিক নাম শাহরিয়ার সৌরভ সেজান। তিনি বেসরকারি এনজিও ব্র্যাকসহ কয়েকটি প্রতিষ্ঠান নিয়ন্ত্রিত স্কুল ‘টিচ ফর বাংলাদেশ’ নামে একটি শিক্ষামূলক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

ওসি জানান, মোটরসাইকেল (ঢাকা মেট্রো হ- ৫৫-০৫৯০) নিয়ে কালশি ওভারব্রিজ এলাকা দিয়ে যাওয়ার সময় বসুমতি পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। শিহাবকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়ার হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ক্যান্টম্যান্ট থানার কর্তব্যরত কর্মকর্তা উম্মে সালমা বলেন, ঘাতক বাস আটক করা গেলেও পলাতক বাসের চালক ও সহকারী। তাদের গ্রেফতারে চেষ্টা চলছে।

নিহত শাহরিয়ারের বন্ধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩৯তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী আদনান খায়রুল্লাহ জানান, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে বেলা ৩টায় শাহরিয়ারের জানাজা হয়েছে। জানাজার পর বিকেল সাড়ে ৪টার ফ্লাইটে মৃতদেহ ঠাকুরগাঁওয়ে নিয়ে যাওয়ার কথা রয়েছে।

ঘটনার পর ফেসবুকে পরিচিতদের দেয়া স্ট্যাটাসে ঝড়েছে কষ্টের আহাজারি।

রিফাত ফারজান নিপুণ (Rifat Farzan Nipun) নামে একজন আহাজারি করে লিখেছেন, খুব অবেলায় চলে গেলে তুমি। আমার খুনসুটির মানুষটা হারিয়ে গেল নিমিষেই। অনেক অনেক ভালো থেকো তুমি উপারে সবসময়। সেজান তোমাকে আল্লাহ বেহেশত নসিব করুন।

accedent2

মো. আবু আশরাফ নামে (Md Abu AsHraf) আরেকজন লিখেছেন, কাকে দোষ দেবেন?! বিচারটাই বা কাকে দেবেন!? কয়জন মানে ট্রাফিক আইন?! হাফ-ফিট বাসগুলা এই দেশে বেপরোয়াভাবে চালানোর সুযোগ পায়। টাকার বিনিময়ে লাইসেন্স ফিটনেস বিক্রি হয়। দেশাটাতো মরে গেছে অনেক আগেই। এখন মানুষগুলোও মরে যাচ্ছে আস্তে আস্তে। যারা বাইক চালান, একটু সাবধানে চালাবেন। আপনার জীবন আগে…

মনিরুল হক তারিফ (Moinul Haque Tarif) লিখেছেন, সেজান…!!! কয়েকদিন আগেই ভাবছিলাম, দূরে থেকে বন্ধুপাড়ায় এবার চিঠি বিলানোর সময় হয়েছে আমার….আজ বন্ধুপাড়ায় তোর কাছেই প্রথম চিঠি লিখছি…..Shahriar Sourov Sejan
সেজান,
পরসমাচার এই যে, আজ আর নয়…..
যেখানেই থাকিস, ভালো থাকিস…..
আকাশের ঠিকানায় চিঠি লিখিস…..
ইতি
দেখা হলে বলিশ
আমিও…..!!!
(মেনে নিতে কষ্ট হচ্ছে, আর কোনোদিন দেখা হবে না….)।

accedent3

দেব কুমার ঠাকুর (Dev Kumar Tagore) লিখেছেন, কী লিখবো বুঝতে পারছি না???? বড্ড অসময়ে চলে গেলি। তোর সাথে আমার পরিচয় আমার রুমমেট জুয়েল রানার মাধ্যমে। একসাথে কত সময় কাটিয়েছি বিশ্ববিদ্যালয় জীবনে। তাহের ভাইয়ের দোকানে আড্ডা, কামালউদ্দিন হলে আমার আর জুয়েলের রুমে বসে তোদের বিভাগের কতশত গল্প। তোদের সাথে সম্পর্কটা এতটাই ভালো ছিল আমার নিজ ডিপার্টমেন্টের বন্ধুরাও হিংসা করতো। এইভাবে চলে যাবি কখনো ভাবিনি। আপনজন হারানোর বেদনা সহ্য করা যায় না। পরপারে ভালো থাকিস। স্রষ্টা মুনিয়াকে শোক সহ্য সমর্থ দিক।

খোঁজ নিয়ে জানা গেছে, সেজান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে অনার্স-মাস্টার্স করেছেন (৩৯তম ব্যাচ)। কিছুদিন আগে মুনিয়া ইসলাম মজুমদারের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তিনি। থাকতেন মিরপুরে।

পূর্ববর্তী নিবন্ধডিজিটাল ক্যাম্পেইনে ওয়ালটন ফ্যান কিনলে নতুন গাড়ি সাথে নিশ্চিত ক্যাশব্যাক
পরবর্তী নিবন্ধগাইবান্ধায় বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু