পপুলার২৪নিউজ ডেস্ক:
চলছে লড়াই, চলবেই! সার্গিও রামোস ও জেরার্ড পিকের লড়াইটা ভবিষ্যতে নতুন মাত্রা পেতে পারে। স্পেন জাতীয় দলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করলেও ক্লাব ফুটবলে রিয়াল-বার্সা দুই একনিষ্ঠ প্রতিনিধি হিসেবে সবকিছুতেই তাদের পাল্টাপাল্টি।
অবসর নেয়ার আগ পর্যন্ত রামোস-পিকের এই সার্কাস থামার কোনো লক্ষণ নেই। অবসরেও কি থামবে? সেই সম্ভাবনাও ক্ষীণ।
ডাগআউটে হয়তো দেখা যাবে না তাদর ঠোকাঠুকি। কারণ কোচ হওয়ার ইচ্ছা নেই পিকের। বহুবার বলেছেন, অবসর নেয়ার পর বার্সেলোনার সভাপতি হতে চান তিনি। এতদিনে জানা গেল, রামোসেরও চাপা আগ্রহ আছে রিয়াল মাদ্রিদের সভাপতি হওয়ার।
সেটা হলে এক দশক পর কোনো এক এল ক্লাসিকোতে হয়তো ন্যুক্যাম্প বা বার্নাব্যুর প্রেসিডেন্টস বক্সেও আগুন ঝরবে। ছবিটা একবার কল্পনা করুন- কোমর কষে ঝগড়া করছেন দুই সভাপতি! বাস্তবে এমন কিছু ঘটবে কিনা তা সময়ই বলবে।
সম্প্রতি টুইটারে রামোসের ফলোয়ারের সংখ্যা এক কোটি অতিক্রম করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার টুইটারে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন রিয়াল অধিনায়ক। সেখানেই রিয়ালের সভাপতি হতে চান কিনা, এমন এক প্রশ্নের জবাবে রামোস বলেন, ‘হা হা হা হা! ভবিষ্যতে কী হবে তা কে বলতে পারে! অপেক্ষা করাই ভালো। তবে এ মুহূর্তে সেখানে নিজেকে দেখছি না আমি।’
কোচ হওয়ার ব্যাপারেও একই অবস্থান রামোসের, ‘এখনও অনেক সময় পড়ে আছে। এসব নিয়ে কিছু ভাবিনি। তবে এটাও একটা বিকল্প। এখনও কয়েক মৌসুম খেলার আছে। আশা করি, রিয়ালেই অবসর নিতে পারব … তারপর দেখা যাবে কী হয়!’ ওয়েবসাইট।