খেলার মান, অর্থকড়ি, পারিপার্শ্বিকতা- সবদিক দিয়ে বিশ্বের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনা। এখানে খেলতে পারাটা অনেকটা সৌভাগ্যের ব্যাপার। যেখানে খেলতে মুখিয়ে থাকেন ফুটবলবিশ্ব মাত করা খেলোয়াড়রা। ব্যতিক্রম নন মোহাম্মদ সালাহ, তিনিও আসতে চান বার্সায়।
ঠিক এমনটিই জানালেন ফিলিপ কুতিনহো। এরই মধ্যে বিষয়টি সম্পর্কে কাতালান প্রাণভোমরা লিওনেল মেসিকে অবিহিত করেছেন তিনি। এ খবরে ঝড় উঠেছে বিশ্ব ফুটবল অঙ্গনে।
গত বছরের জুনে মাত্র ৩৭ মিলিয়ন ব্রিটিশ পাউন্ডে রোমা ছেড়ে লিভারপুলে যোগ দেন সালাহ। এর পর থেকেই দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন তিনি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে অলরেডদের হয়ে ৪০ গোল করেছেন মিসরের মেসিখ্যাত ফুটবলার।
শুধু ব্যক্তিগত পারফরম্যান্সেই উজ্জ্বল নন সালাহ। দলকে রেখেছেন চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের দৌড়ে। আর তিন ম্যাচে নিজেদের সেরাটা খেলতে পারলেই ইউরোপসেরা টুর্নামেন্টের টাইটেল ঘরে তুলবে ইংলিশ ক্লাবটি।
স্বাভাবিকভাবেই সালাহর ওপর চোখ পড়েছে ইউরোপিয়ান হেভিওয়েটদের। তালিকায় আছে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও। মুভ করতে চাচ্ছেন ‘দ্য ফারাও’ খ্যাত ফুটবলার। তবে তার প্রথম পছন্দ কাতালান ক্লাবটি। বিশ্বকাপ শেষে শুরু হবে গ্রীষ্মকালীন দলবদল মৌসুম। ওই সময়ই ন্যু ক্যাম্পে যোগ দিতে চান তিনি।
স্প্যানিশ আউটলেট দিয়ারিও গোল জানাচ্ছে, সালাহকে নিয়ে মেসির সঙ্গে আলোচনা করেছেন কুতিনহো। সাবেক সতীর্থকে নিয়ে ব্রাজিলিয়ান মিডফিল্ডার জানিয়েছেন, বার্সায় আসতে চান লিভারপুল তারকা। ১৪২ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড হলেই এখানে যোগ দেবেন তিনি।
এখন কুতিনহোর পথই যদি অনুসরণ করেন সালাহ। তবে দলবদলের মার্কেটে বড়সড় ধাক্কা খাবে রিয়াল।গত জানুয়ারিতে ১৪২ মিলিয়ন ব্রিটিশ পাউন্ডে লিভারপুল ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমান কুতিনহো।