বার্সাকে ২-০ গোলে হারালো বায়ার্ন

স্পোর্টস ডেস্ক : মিউনিখ থেকে সুখস্মৃতি নিয়ে ফেরার আশা করেছিল বার্সেলোনা। তা আর হলো না। এমনকি বায়ার্ন মিউনিখের সাবেক স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কিও তাদের দুর্ভাগ্য বদলাতে পারেননি। এই পোলিশ স্ট্রাইকারের অ্যালিয়েঞ্জ এরেনায় ফেরা মাটি করে বার্সাকে হারালো বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগ ‘সি’ গ্রুপের ম্যাচে বায়ার্ন ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনাকে। তাতে মিউনিখে কাতালানদের একটি জয়ের জন্য হাহাকার বাড়তেই থাকলো। বাভারিয়ানদের মাঠে এনিয়ে শেষ সাতটি ম্যাচের একটিও জিততে পারলো না- পাঁচ হার ও দুটি ড্র, এই সময়ে মাত্র ৪ গোলের বিনিময়ে ১৬ গোল খেয়েছে তারা।

বায়ার্নের জন্য এই জয় উজ্জীবিত হওয়ার মতো। বুন্দেসলিগায় টানা তিনটি ড্রয়ের পর জিতলো তারা। কোচ জুলিয়ান ন্যাগেলসম্যান বলেছেন, ‘প্রথমার্ধে বার্সার ভালো সুযোগ ছিল, আমাদের নির্ভর করতে হয়েছে কিপার ম্যানুয়েল ন্যয়ারের ওপর। দ্বিতীয়ার্ধে আমরা আগ্রাসী ছিলাম এবং দ্রুত দুটি গোল করেছি। দক্ষতায় এগিয়ে থাকায় আমরা জিতেছি। আমাদের দিক থেকে আমি খুশি যে লেভানডোভস্কি আজ রাতে গোল করেনি।’

এই মৌসুমে ন্যু ক্যাম্পে যোগ দেওয়ার পর প্রথমবার মিউনিখে পা রাখেন লেভানডোভস্কি। শুরুতেই ছাপ রাখেন তিনি। গাভির চতুর পাস থেকে ১৮তম মিনিটে ক্রসবারের উপর দিয়ে বল মেরে সুযোগ নষ্ট করেন। বিরতির আগে আরও দুটি সুযোগ কাজে লাগাতে পারেননি পোলিশ স্ট্রাইকার। বায়ার্নও মার্ক আন্দ্রে টের স্টেগেনকে খুব একটা পরীক্ষা নিতে পারেনি। তাতে ০-০ স্কোরে বিরতিতে যায় দুই দল।

ন্যয়ারের দক্ষতায় ম্যাচে টিকে থাকা বায়ার্ন বিরতির পরই এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিট পর জোশুয়া কিমিখের কর্নার থেকে ডিফেন্ডার লুকাস হার্নান্দেজ হেড করে স্বাগতিকদের এগিয়ে দেন।

বার্সা ঘুরে দাঁড়ানোর জন্য গুছিয়ে ওঠার আগে দ্বিতীয় গোল হজম করে। জামাল মুসিয়ালার পাস থেকে লেরয় সানে করেন ২-০।

৬৩ মিনিটে পেদ্রি পোস্টে আঘাত করলে বার্সার আর ম্যাচে ফেরা হয়নি। জার্মানরা সহজে তিন পয়েন্ট আদায় করে। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বায়ার্ন পরের ম্যাচ খেলবে চেক দল ভিক্টোরিয়া প্লজেনকে। আর ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা বার্সার পরের দুটি ম্যাচই ইন্টার মিলানের সঙ্গে, ইতালিয়ান দলটি ২-০ গোলে জিতেছে প্লজেনের মাঠে।

 

পূর্ববর্তী নিবন্ধমোটা অঙ্কের পারিশ্রমিক নিয়ে বিজয়ের সিনেমায় সঞ্জয় দত্ত
পরবর্তী নিবন্ধ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় শাহরুখের চরিত্র নিয়ে পূর্ণাঙ্গ সিনেমা!