স্পোর্টস ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শিরোপার লড়াইয়ে জ্যামাইকা তালাওয়াশকে খুব বেশি চ্যালেঞ্জিং লক্ষ্য দিতে পারেনি বারবাডোজ রয়্যালস। চ্যাম্পিয়ন হতে জ্যামাইকার সামনে পড়ে মাত্র ১৬২ রানের লক্ষ্য। ২৩ বল হাতে রেখেই যা টপকে শিরোপা নিজেদের করে নেয় জ্যামাইকা তালাওয়াশ।
আজ শনিবার বাংলাদেশ সময় অনুষ্ঠিত সিপিএলের ফাইনালে বারবাডোজ রয়্যালসকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জ্যামাইকা তালাওয়াশ। সিপিএলে এটি তাদের তৃতীয় শিরোপা।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ১৬১ রান সংগ্রহ করে বারবাডোজ। যা তাড়া করতে নেমে ১৭ ওভারের আগেই জয় তুলে নেয় জ্যামাইকা। ফাইনালে ২৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন জ্যামাইকার বোলার অ্যালেন। এ ছাড়া গর্ডনও নেন ৩ উইকেট।
দলকে জেতানোর পথে ব্রেন্ডন কিং দুই ছক্কা ও ১৩ চারে ৫০ বলে করেন ৮৩ রান। তিনি জেতেন জেতেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। আরেক ব্যাটার ব্রুকস ৩৩ বলে ছয় চার ও দুই ছক্কায় খেলেন ৪৭ রানের ইনিংস। এই দুজনের ব্যাটেই মূলত জয়ের ভিত পেয়ে যায় জ্যামাইকা।
সংক্ষিপ্ত স্কোর:
বারবাডোজ রয়্যালস: ২০ ওভারে ১৬১/৭ (কর্নওয়াল ৩৬, মেয়ার্স ২৯, আজম ৫১, হোল্ডার ১৭, নাজিবউল্লাহ ৬, করবিন ৭, টমাস ৭, মুজিব ১*; প্রিটোরিয়াস ২-০-২৪-০, গ্রিন ২-০-২৩-০, ইমাদ ৪-০-১৮-১, অ্যালেন ৪-০-২৪-৩, গর্ডন ৪-০-৩৩-৩, নবি ৩-০-২৮-০, রিফার ১-০-৮-০)।
জ্যামাইকা তালাওয়াশ: ১৬.১ ওভারে ১৬২/২ (কিং ৮৩*, লুইস ০, ব্রুকস ৪৭, পাওয়েল ১৪*; মেয়ার্স ২-০-১৪-১, বিশপ ৩-০-২৭-০, হোল্ডার ৩-০-১৪-১, সিমন্ডস ২-০-২৭-০, ম্যাককয় ২.১-০-১৭-০, মুজিব ৩-০-৪১-০, করবিন ১-০-১৭-০)।
ফল: ৮ উইকেটে জয় জ্যামাইকার।