বাম জোটের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর পল্টনে বাম গণতান্ত্রিক জোটের অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ ও জলকামান ব্যবহারের ঘটনা ঘটেছে। বিপরীতে জোটের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন।

সোমবার বেলা পৌনে এগারোটার দিকে এ ঘটনা ঘটে। জোটের নেতাকর্মীরা পল্টন মোড়ের এক পাশে অবস্থান নিলে পুলিশ লাঠিচার্জ করে ও জলকামান নিক্ষেপ করে। এতে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান।

পরে জোটের নেতাকর্মীরা পুলিশের মুখোমুখি অবস্থান নেন। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এতে ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।।

এর আগে, হরতালে কর্মসূচি পালনের সময় রাজধানীসহ সারাদেশে নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা ও তাদের ধরপাকড় করা হয়েছে বলে অভিযোগ করেন জোটের নেতারা।

তাদের দাবি, সকালে হরতালের সমর্থনে সারাদেশে বাম জোটের নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। ঢাকাসহ বেশ কিছু জেলায় মিছিলে হামলাও করা হয়েছে। মিরপুর এলাকা থেকে ৯ জনসহ সারাদেশে ২০ জনের অধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে।

বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গতকাল রাত থেকেই বাম নেতাকর্মীদের আটক করা হচ্ছে। দেশের ১৪-১৫টি জেলা থেকে খবর পেয়েছি, ২০ জন নেতাকর্মীকে আটক ও তুলে নেওয়া হয়েছে। আজ সকালেও ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় হরতাল সমর্থনকারীদের ওপর দফায় দফায় হামলা করা হয়েছে।

গণসংহতির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, সকালে মিরপুর হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশ আমাদের ৯ নেতাকর্মীকে আটক করে নিয়ে যায়। তাদের এখনো ছাড়া হয়নি। একইসঙ্গে সারাদেশেও বেশকিছু নেতাকর্মীকে আটক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধডিএমপির মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ৫৮
পরবর্তী নিবন্ধআজারবাইজানের সাবেক প্রেসিডেন্ট আয়াজ মারা গেছেন