বাবার বাড়ির উঠানে চিরশায়িত হলেন গৃহকর্মী লাইলী

পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ার সমন্বয় পাড়ায় বাবার বাড়ির উঠানে চিরশায়িত হলেন ঢাকার বনশ্রীতে নিহত গৃহকর্মী লাইলী।

রোববার সকালে দাশিয়ারছড়ার কালিরহাট বাজার সংলগ্ন সমন্বয় পাড়ার খেজুরতলা নূরানী হাফেজিয়া মাদ্রাসার মাঠে তার নামাজে জানাজায় শতশত মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে বাবার বাড়ির উঠানে তাকে দাফন করা হয়।

দাশিয়ারছড়ার অধিবাসীরা লাইলীর এই করুণ মৃত্যুর জন্য দায়ী গৃহকর্তা মুন্সী মাইন উদ্দিন, তার স্ত্রী শাহানা বেগম, কেয়ারেটেকার তোফাজ্জল হোসেন টিপুসহ জড়িত সবার শাস্তি দাবি করেছেন।

স্থানীয়রা লাইলীর সন্তানদের ভরণ পোষণের দায়িত্ব সরকারকে নেয়ারও আহ্বান জানান।

এর আগে ঢাকায় ময়নাতদন্ত শেষে শনিবার বিকালে লাইলীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

রোববার ভোরে বাবা নজরুল ও ঢাকায় অবস্থানরত স্বজনরা লাশ নিয়ে লাইলীর গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ার কালিরহাট বাজার সংলগ্ন সমন্ময় পাড়ায় পৌঁছায়।

লাইলীর লাশ আসার খবরে দাশিয়ারছড়ার বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশু লাইলীর বাবার বাড়িতে ভিড় জমায়। সেখানে এক হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়।

উল্লেখ্য, শুক্রবার রাজধানীর বনশ্রী জি-ব্লকের ৪ নম্বর রোডের ১৪ নম্বর বাড়ি থেকে লাইলীর (২৬) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

ওইদিন রাতেই লাইলীর ভাসুর (স্বামীর বড় ভাই) শহীদুল ইসলাম বাদী হয়ে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।

মামলায় গৃহকর্তা মুন্সী মাইন উদ্দিন, তার স্ত্রী শাহানা বেগম, কেয়ারেটেকার তোফাজ্জল হোসেন টিপুর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়। মামলার আসামিদের গ্রেফতার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমক্কায় আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
পরবর্তী নিবন্ধঈদে আসছে তাহসানের নতুন একক অ্যালবাম