স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো র্যাংকিংয়ের শীর্ষস্থান দখলে নিলেন শুভমান গিল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ ওয়ানডে ব্যাটিং র্যাংকিংয়ে এক নম্বরে উঠে এসেছেন ভারতীয় এই ওপেনার।
দীর্ঘদিন থেকেই ব্যাটিংয়ে সেরার মুকুট নিয়ে পাকিস্তানের ব্যাটার বাবর আজমের সাথে লড়াই করে যাচ্ছিলেন গিল। বুধবার (৮ নভেম্বর) প্রকাশিত আইসিসির ব্যাটিং র্যাংকিংয়ে, বাবরকে টপকে শীর্ষে উঠে এসেছে গিলের নাম।
বর্তমানে ৮৩০ পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ের শীর্ষে রয়েছেন গিল। অপরদিকে ৮২৪ পয়েন্ট নিয়ে এক ধাপ পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বাবর আজম। তালিকায় তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার ব্যাটার কুইন্টন ডি কক, তারপরের চতুর্থ অবস্থানে ভারতীয় টপঅর্ডার বিরাট কোহলি।
চলতি বিশ্বকাপে ৬ ম্যাচে ২১৯ রান করেছেন গিল। এতেই ভারতের চতুর্থ ব্যাটার হিসেবে র্যাংকিংয়ে শীষস্থান দখল করেছেন তিনি। গিলের আগে ব্যাটিং র্যাংকিংয়ে শীর্ষে উঠেছিলেন কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি।