পপুলার২৪নিউজ ডেস্ক:
বাবরি মসজিদ ধ্বংস মামলায় প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি, মুরলি মনোহর যোশী ও কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতীসহ দলটির ২১ নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা চালিয়ে যেতে নির্দেশ দিয়েছে ভারতের শীর্ষ আদালত। এ মামলার তদন্তকারী সংস্থা সিবিআই এর আবেদন অনুযায়ী ভারতীয় সুপ্রিম কোর্ট এই আদেশ দেন।
এর আগে, এ মামলায় দেশটির নিম্ন আদালত অভিযুক্তদের অব্যাহতি দিলে তদন্তকারী সংস্থা সিবিআই এলাহাবাদ হাইকোর্টে যায়। সেখানেও বিচারক একই রায় দেন। কিন্তু সুপ্রিম কোর্ট এবার আভাস দিলেন, লালকৃষ্ণ আদভানিসহ বিজেপি নেতাদের আবার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এছাড়া প্ররোচনামূলক বক্তৃতা দেওয়ার জন্য আদভানি, উমা ভারতী এবং মুরলি মনোহর যোশীদের বিরুদ্ধে মামলা চলছে রায়বরেলি আদালতে। এমনকি মসজিদটি ধ্বংসের জন্য আলাদাভাবে ২০ জনের বিরুদ্ধে অপর মামলাটি লখনউ আদালতে বিচারাধীন রয়েছে।
উল্লেখ্য, ১৯৯২ সালের ৬ ডিসেম্বরে উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়। বিজেপি তথা সংঘ পরিবারের উদ্যোগে সমাবেশ আয়োজিত হয়েছিল সেই দিন। লালকৃষ্ণ আদভানি, মুরলি মনোহর যোশী, উমা ভারতী, কল্যাণ সিংহ, কাটিয়ারসহ শীর্ষ কয়েকজন বিজেপি নেতা সেখানে প্ররোচনামূলক ভাষণ দেন। এরপরেই বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়। উপস্থিত বিশাল জমায়েতকে উসকে দিয়ে মসজিদ ভেঙে দেওয়ার চক্রান্ত তাঁরাই করেছিলেন, এমন অভিযোগেই মামলা হয়েছিল তাঁদের বিরুদ্ধে।
সূত্র: আনন্দবাজার