পপুলার২৪নিউজ প্রতিবেদক:
চার বছর আগে মারা যাওয়া ব্যক্তি ও ১১ মাসের শিশুকে মামলার আসামি করে মামলার বাদী হাবিবুর রহমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. খুরশীদ আলমের আদালত বাদীর জবাব শেষে এই আদেশ দেন। এ ছাড়া চার্জশিট দেওয়া তদন্ত কর্মকর্তা এসআই মারুফুলের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল চার্জশিট দেওয়ায় তদন্ত কর্মকর্তা এসআই মারুফুল আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চান। আদালত শুনানি শেষে কোনো আদেশ দেননি। আজ মঙ্গলবার এ বিষয়ে আদেশ দেওয়া হলো। গত ৩০ এপ্রিল আদালত তদন্ত কর্মকর্তাকে ব্যাখ্যা দিতে ৯ মে তারিখ ধার্য করেছিলেন। ওই দিন তদন্ত কর্মকর্তা জবাব দেওয়ার জন্য সময় চাইলে ১৬ মে দিন ধার্য করা হয়। ওই দিনও অসুস্থতা দেখিয়ে মিরপুর মডেল থানার এসআই মারুফুল ইসলাম হাজির না হয়ে সময় চান। আদালত ওই দিন ১০ দিনের সময় মঞ্জুর করেন।
গতকাল এসআই মারুফুল আদালতে হাজির হয়ে লিখিত জবাব দেন। জবাবে বলা হয়, মৃত ব্যক্তি বা ১১ মাসের শিশুকে মামলায় আসামি করা হতে পারে- এটা বিশ্বাসযোগ্য ছিল না। জবাবে তিনি আরো বলেন, ঘটনাস্থলে গিয়ে সাক্ষ্য-প্রমাণে প্রাথমিকভাবে ঘটনা প্রমাণিত হওয়ায় তিনি চার্জশিট দিয়েছেন। তিনি জানান, আরিফুর (মৃত ব্যক্তি) ও রুবেল (শিশু) পলাতক থাকায় তাদের বিষয়ে কোনো তথ্য বাদী বা সাক্ষীরা দেননি। যে কারণে বিভ্রান্তিমূলক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটা অনিচ্ছাকৃত ভুল।
ক্ষমা প্রার্থনায় মারুফুল আরো বলেন, প্রশিক্ষণ শেষ করে মাত্র চাকরিজীবন শুরু করেছি। অনিচ্ছাকৃত ভুল ক্ষমা করে চাকরি করার সুযোগ দিলে মেধা, যোগ্যতা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে দেশের শৃঙ্খলা ও জনগণের সেবা করতে গতিশীল ও সোচ্চার হব। উল্লেখ্য, ১১ মাসের শিশুকে মামলার চার্জশিটভুক্ত করার অভিযোগে তদন্ত কর্মকর্তা এসআই মারুফুল ইসলামকে ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে।