বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তর বাড্ডায় বৈশাখী পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (৬ ডিসেম্বর) রাত ৭টা ৫৩ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি বলেন, রাত ৭টা ৫৩ মিনিটের দিকে উত্তর বাড্ডায় বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে বারিধারা স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আগুনের ঘটনায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানাতে পারেননি এ ফায়ার কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধএবার ১১০ ইউএনও বদলির প্রস্তাব ইসিতে
পরবর্তী নিবন্ধহাইকোর্টে মির্জা ফখরুলের জামিন শুনানি আজ