বাড়িতে অজগর পুষছেন সৃজিত মুখোপাধ্যায়

বিনোদন ডেস্ক : পোষা প্রাণি বাড়িতে থাকার বিষয়টি খুব অবাক করার মতো কিছু নয়। কিন্তু সেটা যদি হয় অজগর, তাহলে হয়তো চমকে যেতেই হবে। ঠিক এমনই চমকে যাওয়ার মতো এক কাণ্ড ঘটিয়েছেন ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়।

বাড়িতে পোষার জন্য একটি পাইথন নিয়ে এসেছেন তিনি। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন পরিচালক নিজেই।

সৃজিত জানান, অজগরটির নাম রেখেছেন উলুপী। যে শব্দ হিন্দু পুরাণে নাগকন্যার পরিচয়। সাপের নামও সেই অনুসারেই রেখেছেন। সৃজিত লিখেছেন, ‘বাড়িতে তোমাকে স্বাগত উলুপী। আমাদের জীবন চিরতরে বদলে গেল।’

এই নির্মাতা জানান, এটি একটি আফ্রিকান অজগর। যেটি কেরেলা থেকে আনা হয়েছে। সৃজিত আরও উল্লেখ করেন, সকল নিয়ম কানুন মেনে ও কাগজপত্র দেখিয়েই সে অজগরটি বাড়িতে নিয়ে এসেছেন।

সৃজিতের নাকি দীর্ঘদিনের শখ ছিল সাপ পোষার। সেই ইচ্ছাই এবার পূরণ করলেন পরিচালক। সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বন দপ্তর থেকে যাবতীয় অনুমতি নিয়ে এবং নথিপত্রসহ দিন দশেক আগেই আনা পাইথনকে বাড়িতে স্বাগত জানিয়েছে তিনি। তবে এখনও পর্যন্ত আদুরে পোষ্যর কোনো ছবি ফাঁস করেননি তিনি।

পূর্ববর্তী নিবন্ধঅবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধনতুন রেকর্ড গড়তে যাচ্ছেন শাকিব