বাড়িতে অগ্নিকাণ্ডের পর বেরিয়ে এলো অস্ত্রের ভাণ্ডার!

পপুলার২৪নিউজ ডেস্ক:
আগুন লাগার পর একটি বাড়িতে অস্ত্রভাণ্ডারের খোঁজ মিলেছে। যেখানে মেশিনগান ও একে-৪৭ অ্যাসল্ট রাইফেলসহ ১৬০টি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে।

জনজীবনকে হুমকির মুখে ফেলার দায়ে ইংল্যান্ডের একটি আদালত ৭৪ বছর বয়সী এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন।

গত মে মাসে ইংল্যান্ডের শহর জিলিংহ্যামে পল বুশেলের বাড়ি থেকে পুলিশ এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।

তবে মামলা চলার সময়েই বুশেল তার দোষ স্বীকার করেন।তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি এসব অস্ত্র সংগ্রহ করেছেন।

তার বাড়িতে আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনীর সঙ্গে সঙ্গে যখন পুলিশ এসে হাজির হয়, তখন তারা এসব লাইসেন্সবিহীন অটোম্যাটিক অস্ত্র খুঁজে পায়।

কেন্ট পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, বেশিরভাগ অস্ত্র যখন কেনা হয়েছিল, তখন সেগুলো নিষ্ক্রিয় ছিল। কিন্তু পরে সেগুলো সক্রিয় করা হয়।

বুশেল বিভিন্ন অস্ত্র মেলায় যেতেন এবং নানা ধরনের অস্ত্র কিনতেন।

পুলিশ জানায়, এসব অস্ত্র তিনি খোলা জায়গায় সাজিয়ে রাখতেন। কোনো কোনো অস্ত্রে গুলি ভরা থাকত।

ওই বাড়িতে কিছু শিশুরও যাতায়াত ছিল বলে পুলিশ বলছে।

তার বিরুদ্ধে রায় ঘোষণার সময় বিচারক বলেন, আপনার সঙ্গে কোনো অপরাধী চক্রের যোগাযোগ নেই এটি পরিষ্কার। কিন্তু এ ধরনের অস্ত্রের ধ্বংস করার ক্ষমতা কতখানি তা আপনি অন্য অনেকের চেয়ে বেশি জানেন। এ অস্ত্র অপরাধীদের হাতে পড়লে মারাত্মক ঝুঁকি তৈরি হতো। সূত্র: বিবিসি বাংলা

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থিতদের সড়ক অবরোধ, ভোগান্তিতে পরীক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধআমার ৩৬ মামলাই রাজনৈতিক, কোনোটিরই আইনি ভিত্তি নেই:খালেদা জিয়া