বাটিকামারী উচ্চ মাধ্যমিকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার স্বনামধন্য বাটিকামারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোতিার উদ্বোধন করেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহ আকরাম হোসেন জাফর। পরিচালনা করেন বিদ্যালয় প্রধান শিক্ষক নজরুল ইসলাম পাননু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থা সম্পাদক মাহমুদ খান কুটি, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যা, মুক্তিযোদ্ধা ফিরোজ খান প্রমুখ। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন বিদ্যালয় ক্রীড়া শিক্ষক মশিউর রহমান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মঝে ৭৫ ইভেন্টে ১শ৫০ টি পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধচালু হলো দেশের প্রথম এক্সপ্রেসওয়ে
পরবর্তী নিবন্ধচবিতে করোনাভাইরাস মোকাবিলায় সভা-সমাবেশ নিষিদ্ধ