পপুলার২৪নিউজ ডেস্ক:
ইন্দোনেশিয়ার যে প্রতিষ্ঠানটি ব্ল্যাকবেরি স্মার্টফোন নির্মান ও বিক্রি করে, তার নাম বিবি মেরাহ পুতিহ। এটা দেশটির বাজারে এনেছে সেই বিখ্যাত মোবাইল ব্র্যান্ডের ব্ল্যাকবেরি অরোরা। একেবারে সর্বসাম্প্রতিক অ্যান্ড্রয়েড সংস্করণ নিয়েই আসছে এটি। গত বছরের সেপ্টেম্বর মাসে ব্ল্যাকবেরি এবং বিবি মেরাহ পুতিহ এর চুক্তির ফসল।
ব্ল্যাকবেরি অরোরা ইন্দোনেশিয়া নির্মিত ব্ল্যাকবেরির প্রথম ফোন। বলা হচ্ছে, এটা ব্ল্যাকবেরির প্রথম ডুয়াল সিম ফোন। এ মাসের ৩ তারিখ থেকেই বাজারে ছাড়া হয়েছে। ইন্দোনেশিয়ার বাজারে দাম ধরা হয়েছে ৩৪ লাখ ৯৯ হাজার রুপিয়াহ, যা বাংলাদেশি টাকায় ২১ হাজার টাকার মতো হবে। ব্ল্যাক, সিলভার এবং গোল্ড রংয়ে বাজারে আসবে এটি।
ফোনটি অ্যান্ড্রয়েড ৭.০ নুগেট অপারেটিং সিস্টেমে চলবে। ৫.৫ ইঞ্চি পর্দার ফোনে ব্যবহৃত হয়েছে ১.৪ গিগাহার্টজ কোয়াড-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪২৫ এসওসি চিপসেট। এতে গতি দেবে ৪ জিবি র্যাম। পেছনে থাকছে ১৩ মেগাপিক্সেল এবং সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।
অভ্যন্তরে দেওয়া হয়েছে ৩২ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে। ব্যাটারি বেশ শক্তিশালী, ৩০০০এমএএইচ।
পৃথিবীর বিভিন্ন দেশে ব্ল্যাকবেরি ব্র্যান্ডের ফোন বানানোর জন্য বিভিন্ন কম্পানিকে লাইসেন্স দিচ্ছে ব্ল্যাকবেরি। অধিকাংশ দেখে এ ফোন বানানোর লাইসেন্স পেয়েছে টিএলসি। ভারতে ব্ল্যাকবেরি বানাবে অপ্টেইমাস ইনফ্রাকম। সূত্র: এনডিটিভি