বাগেরহাটের ১২০০ বস্তা সিমেন্ট নিয়ে ট্রলার ডুবি

বাগেরহাটের মোরেলগঞ্জ স্টিমার ঘাট সংলগ্ন পানগুছি নদীতে ১২০০ বস্তা সিমেন্ট নিয়ে একটি ট্রলার (ভলগেট) ডুবে গেছে। শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নৌযানটির চালকসহ তিনজনকে পানগুছি নদী থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের মোরেলগঞ্জ ইউনিটের সদস্যরা।

মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা হায়দার আলী আকন বলেন, স্টিল বডির নৌযানটি মংলা থেকে শরণখোলার দিকে যাচ্ছিল। পথে মোরেলগঞ্জে কিছু সিমেন্ট নামিয়ে যাওয়ার কথা ছিলো। কিন্তু তার আগেই ট্রলারটি মোরেলগঞ্জ স্টিমার ঘাটের কাছে নদীর পাড়ের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওবায়দুর রহমান বলেন, ট্রলার ডুবির ঘটনা একজন নিখোজ ছিল। পরে তাকে ফায়ার সার্ভিসের সদস্যরা পানগুছি নদী থেকে উদ্ধার করে। ট্রলারটিতে ১২শ’ বস্তা সিমেন্ট ছিলো বলে জানতে পেরেছি।

 

পূর্ববর্তী নিবন্ধলন্ডন গেলেন শফিক রেহমান
পরবর্তী নিবন্ধমিরপুরে আবাসিক ভবনে আগুন