জেলা প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল আউয়াল ভোট বর্জন করেছেন। ব্যালট পেপার ছিঁড়ে ফেলা, সামনাসামনি নৌকায় ভোট প্রদানে হুমকি, এজেন্টদের মারধরসহ নানা অভিযোগ করেন তিনি।
সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় আনারস প্রতীকের এই প্রার্থী ভোট বর্জন করেন।
আনারস প্রতীকের প্রার্থী মো. আব্দুল আউয়াল বলেন, প্রত্যেকটি কেন্দ্রে আমার এজেন্টদের বের করে দিয়েছে নৌকার সমর্থকরা। মারধরও করেছে কয়েকজনকে। এ ছাড়া তেকাটিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকায় ভোট না দেওয়ায় হোসনেয়ারা বেগমসহ দুইজনের ব্যালট পেপার ছিঁড়ে ফেলেছে। এ অবস্থায় নির্বাচনের পরিবেশ না থাকায় আমি নির্বাচন বর্জন করলাম।
তেকাটিয়া কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শ্যামল কুমার সাহা বলেন, প্রথম দিকে একটু বিশৃঙ্খলা হয়েছিল। তবে এখন সুষ্ঠু পরিবেশ রয়েছে।
শুভদিয়া ইউনিয়ন পরিষদে দুজন চেয়ারম্যান প্রার্থী নির্বাচন করছেন। তারা হলেন নৌকা প্রতীকের প্রার্থী মো. ফারুকুল ইসলাম ও আনারস প্রতীকের প্রার্থী মো. আব্দুল আউয়াল।