বাউলকন্যার গানে বিমুগ্ধ ঢাকার দর্শক

পপুলার২৪নিউজ,রাজু আনোয়ার:

বাঁ হাতে আকাশপানে উঁচিয়ে রাখা একতারা, কোমরে বাঁধা ডুপকি,পায়ের তালে তালে নাচতে থাকা নুপুর, নেচে ওঠে মাথার জটা । গানের সাথে সাথে গানের তত্ত্বকথাও গল্পের মাধ্যমে সাধক শিষ্য কিংবা দর্শক –শ্রোতাদের মাঝে তুলে ধরছেন তিনি। এমনি এক দুর্দান্ত মনকাড়া পরিবেশনায় ঢাকার সঙ্গীতপ্রেমীদের বিমুগ্ধ করে তোলেন বাউলকন্যা পার্বতী।
শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ‘কীরূপ দেখি নয়ন মুদি’ শীর্ষক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করেন উপমহাদেশের প্রখ্যাত শিল্পী পার্বতী বাউল।
অনুষ্ঠানের শুরুতেই গুণী এ শিল্পীকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এরপর একে একে বাউলিয়া সুরের মোহে উপভোগীদের মুগ্ধ করেন বাউলকন্যা পার্বতী। এসময় মুহূরমুহূর করতালিতে মুখরিত হয়ে ওঠে জাতীয় নাট্যশালার মিলনায়তন। অনবদ্য কণ্ঠমায়ার সাথে প্রাণছোঁয়া বাদনে মুহূর্তের মধ্যে সবার মাঝে আবেশ ছড়িয়ে পড়ে।
বাউল সাধিকা ফুলমালি দাসী, সনাতন দাস বাউল, শশাণ্ক গোঁসাই এই তিন জনের কাছ থেকে বাউল দীক্ষা গ্রহণ করেন পার্বতী। শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ভিজুয়াল আর্ট-এ শিক্ষা গ্রহণ করেন তিনি। গানের শিক্ষা নেন হিন্দুস্থান ক্লাসিক মিউজিক থেকে এবং কণ্থক নাচের শিক্ষা গ্রহণ করেন শ্রীলেখা মুখার্জীর কাছ থেকে।

 

 

 

পূর্ববর্তী নিবন্ধধর্ষণ থেকে বাঁচতে এ কেমন উপায় বার করলেন রাখি?
পরবর্তী নিবন্ধনভেম্বরে শুরু হচ্ছে ঢাকা লিট ফেস্টের অষ্টম আসর