পপুলার২৪নিউজ ডেস্ক:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জলবায়ু পরিবর্তন নিয়ে অস্কারবিজয়ী নির্মাতা ফিশার স্টিভেন্স নির্মাণ করেছেন প্রামাণ্য চিত্র ‘বিফোর দ্য ফ্লাড’। যা ইতিমধ্যে ১৭০টিরও বেশি দেশে প্রদর্শিত হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার বাংলা ভাষায় ডাবিং করে প্রচার হবে এটি।
বাংলায় নাম দেয়া হয়েছে ‘প্লাবনের আগে’। মূলত মানুষ তার নিজের অজান্তেই জলবায়ুর ব্যাপক পরিবর্তন ঘটাচ্ছে। কয়লা, তেল, কাঠ আর গ্যাস পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে ব্যাপক হারে কার্বন-ডাই-অক্সাইড যুক্ত হচ্ছে।
ফলে গ্রিনহাউস প্রতিক্রিয়া বেড়ে যাচ্ছে, পৃথিবীর উষ্ণতা বাড়ছে। বরফ গলছে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে, খরাও বাড়ছে। জলবায়ু পরিবর্তন মানব ইতিহাসে মহাবিপর্যয় হিসেবে ধেয়ে আসছে। ফলে পৃথিবীর প্রাণ-প্রকৃতির টিকে থাকাই ক্রমশ কঠিন হয়ে পড়ছে।
মানুষ কি পারবে এই সংকটের মোকাবেলা করতে? পৃথিবীকে রক্ষা করতে? কিংবা এই পরিবর্তনের গতিপথ বদলে দিতে? এসব প্রশ্নের উত্তরসহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নানা বিপর্যয়ের বহু তথ্য ও দৃশ্য প্রামাণ্যচিত্রটিতে তুলে এনেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। আজ রাত ১১টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচার হবে এটি।