বাংলাদেশ ভালো দল, আপনারাই তাদের চাপে রাখেন: স্টুয়ার্ট ল

স্পোর্টস ডেস্ক : এক সময় তিনি ছিলেন বাংলাদেশের কোচ। টাইগারদের নাড়ি-নক্ষত্রের খবর তাই ভালোই জানা স্টুয়ার্ট ল’র। এখন তিনি যুক্তরাষ্ট্রের কোচ। প্রথম দেখাতেই সাবেক শিষ্যদের সিরিজ হারের লজ্জা দিলেন।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে যুক্তরাষ্ট্র। শেষ ম্যাচে অবশ্য বাংলাদেশ তাদের খুঁজে পেয়েছে। ১০ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছে নাজমুল হোসেন শান্তর দল।

যদিও স্টুয়ার্ট ল’র কাছে শেষ ম্যাচের বড় হারটা বড় কিছু নয়। বরং শুনিয়ে দিলেন, যুক্তরাষ্ট্র তাদের বেশ কয়েকজন পরীক্ষিত ক্রিকেটারকে বসিয়ে রেখেছিল।

ল বলেন, ‘আমি যে কোনো সময় যে কোনো বড় দলের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের কথাই বলব। এটা নিয়ে (১০ উইকেটের হার) খুব বেশি পড়ব না।’

যুক্তরাষ্ট্রের কোচ যোগ করেন, ‘আমরা আজ (ম্যাচের দিন) খুব সুবিধাজনক অবস্থায় ছিলাম, কারণ সিরিজ আমাদের হাতে। ফলে অন্য খেলোয়াড়দের পরখ করে দেখার দারুণ সুযোগ ছিল এটি। বিশ্বকাপের আগে সবাই যেন সুযোগ পায় সেটা নিশ্চিত করতে চেয়েছিলাম আমরা।’

প্রথম দুই ম্যাচে জয়ের তাড়না বাংলাদেশের তুলনায় তাদের বেশি ছিল উল্লেখ করে ল বলেন, ‘আমাদের অনেক বেশি আকাঙ্ক্ষা এবং আগ্রহ ছিল প্রথম দুই ম্যাচে। তারা যা করেছে, তার চেয়ে বেশি আমরা করতে চেয়েছি। আজ ছিল আলাদা ঘটনা। আমরা কিছুটা নির্ভার হয়ে পড়েছিলাম। বাংলাদেশ বেশ ভালো খেলেছে। তাই তারা জিতেছে।’

স্টুয়ার্ট ল মনে করেন, ‘বাংলাদেশ খুবই ভালো দল। আপনারা (মিডিয়া) তাদের অনেক বেশি চাপে রাখেন। আমি সেটা জানি। তাদের দলে বেশ কয়েকজন ভালো মারকুটে ব্যাটার আছে। দারুণ কিছু শট খেলে দুজন ব্যাটার রান করেছে। কয়েকজন বোলারের ভালো পেস আছে। বাংলাদেশের স্পিনাররা সবসময় শক্তিশালী। তারা খুব ভালো একটা দল পেয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধমোহামেডানের বিপক্ষে মারুফা আক্তারের হ্যাটট্রিক
পরবর্তী নিবন্ধদর্শকরা আমাকে নতুন রূপে দেখতে পাবেন : শিবলু