বৃষ্টির কারণে এক ঘণ্টা দেরিতে শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় ম্যাচটি শুরু হবে। তবে কোনো ওভার কাটা হয়নি।
বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। সে অনুযায়ী তিনটায় টস অনুষ্ঠিত হওয়ার কথা। তবে কার্ডিফে সকাল থেকেই বৃষ্টি হওয়ার কারণে মাঠ ভেজা থাকায় টস অনুষ্ঠিত হয়নি।
আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেমিতে খেলতে হলে অবশ্যই নিউজিল্যান্ডকে হারাতে হবে। অন্যদিকে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে টাইগারদের। ইংলিশদের কাছে অস্ট্রেলিয়া হারলে বাংলাদেশ সেমিতে খেলতে পারবে।
এদিকে আজকের ম্যাচে একাদশে পরিবর্তন আসতে পারে। ইমরুল কায়েসের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে মোসাদ্দেক হোসেন সৈকত অথবা সানজামুল ইসলামকে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত/সানজামুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।