বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের সম্ভাব্য দুই দল

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে আজ এক গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হচ্ছে। দুপুর আড়াইটায় ম্যাচ শুরু হবে। এ ম্যাচের আগে উভয় দলে একাধিক পরিবর্তন আসতে পারে। বাংলাদেশ দলে ফিরছেন অধিনায়ক সাকিব আল হাসান। ইনজুরির কারণে আগের ম্যাচে তিনি খেলতে পারেননি। অধিনায়ককে জায়গা দিতে সরে যেতে হচ্ছে নাসুম আহমদকে।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকা দলেও পরিবর্তন আসতে পারে। ফিরতে পারেন অধিনায়ক টেম্বা বাভুমা। আগের ম্যাচে তিনি দলে ছিলেন না। বাভুমা না ফিরলে রেজা হেনড্রিকস খেলবেন।

অসুস্থতার কারণে আগের ম্যাচে খেলেননি বাভুমা। তাছাড়া বিশ্বকাপে বাভুমার অবস্থা তেমন একটা ভালো না। তিন ম্যাচে তার রান ৮. ৩৫ ও ১৬। সে তুলনায় রেজা হেনড্রিকস গত ম্যাচে ভালো করেছেন। এক ম্যাচেই বাভুমার তিন ম্যাচের চেয়ে বেশি রান করেছেন। ৮৫ রান করেছিলেন হেনড্রিকস।

বাংলাদেশ (সম্ভাব্য): তানজীদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা (সম্ভাব্য): কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা/রেজা হেনড্রিকস, রাশি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, জেরাল্ড কোয়েতজে, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিদি।

 

পূর্ববর্তী নিবন্ধপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘হামুন’
পরবর্তী নিবন্ধযুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের পাশে আতিফ আসলাম