বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
অদ্য ০৯ অক্টোবর-২০২৪ বুধবার বিকাল ৪.০০ ঘটিকায় নন-লাইফ বীমা কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তাদের নিয়ে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) এর মত বিনিময় সভা সংগঠনটির অস্থায়ী কার্যালয় পিপলস্ ইন্স্যুরেন্স ভবন (৪র্থ তলা) ৩৬ দিলকুশা বা/এ ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।


উক্ত মত বিনিময় সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী। অনুষ্ঠান পরিচালনা করেন ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর সিইও এস এম নুরুজ্জামান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও বিগ্রেডিয়ার জেনারেল (অব:) শফিক শামীম পিএসসি, ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানীর সিইও খাজা মঞ্জুর নাদিম, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানীর সিইও ডা. সারোয়ার জাহান জামিল, সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানীর সিইও মোঃ শামীম হোসেন, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানীর সিইও আবুল কালাম আজাদ. ক্রিষ্টাল ইন্স্যুরেন্স কোম্পানীর সিইও এস এম শহিদুল্লাহ, কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানীর সিইও এ.এন.এম ফয়জুল করিম মুন্সী, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানীর সিইও মোঃ সেলিম প্রমুখ।


বৈঠকে নন-লাইফ কমিশন বন্ধের বিষয়ে ফোরামের উপস্থিত সকল মুখ্য নির্বাহী কর্মকর্তা একমত পোষণ করেন এবং ফোরামের নেতৃত্বে নন-লাইফ বীমা কোম্পানীর কার্যক্রমকে আরো শক্তিশালী করার জন্য সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও বিগ্রেডিয়ার জেনারেল (অব:) শফিক শামীম পিএসসি কে আহ্ববায়ক করে ১৬ সদস্য বিশিষ্ট নন-লাইফ টেকনিক্যাল কমিটি গঠন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাল বিশ্বব্যাংক
পরবর্তী নিবন্ধশ্রীমঙ্গলে রিসোর্ট থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার