‘বাংলাদেশ ইন্ডিয়াকে চমকে দিতে পারে’

পপুলার২৪নিউজ ডেস্ক:

২০১৮ এশিয়া কাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও ভারত। শুক্রবার দুবাইয়ে এই খেলা শুরু হবার আগে বাংলাদেশের সম্ভাবনার কথা বলেছেন ক্রীড়া বিশ্লেষক মিহির বোস।

মিহির বোস বলেন, যাদের জেতার কোনো সুযোগ থাকে না, তারা যদি মনে করে জিতবে সেক্ষেত্রে সুযোগ বেড়ে যায়। কাগজে মনে হয় ইন্ডিয়া জিতবে, কিন্তু খেলা তো কাগজে হয় না খেলা মাঠে হয়।

মিহির বোস মনে করেন, বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে ফাইনালে গেছে এটা বড় ব্যাপার। তবে জিতবে কী না সেটা বলা মুশকিল। ইন্ডিয়া দলে বিরাট কোহলি নেই। বাংলাদেশের টিম যেভাবে পাকিস্তানকে হারিয়েছে সেটা একটা আত্মবিশ্বাস দিয়েছে।

তিনি বলেন, ভারতের অতি আত্মবিশ্বাস ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে দলটির জন্য। ইন্ডিয়া যখন ভাবে আমরা জিতে গেছি। তখন বাংলাদেশ ইন্ডিয়াকে চমকে দিতে পারে।

সূত্র: বিবিসি বাংলা।

পূর্ববর্তী নিবন্ধক্ষমতার ক্ষুধায় বিএনপি উন্মাদ হয়ে গেছে : কাদের
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা সংকটে শেখ হাসিনার নেতৃত্ব রোল মডেল: গুতেরেস