বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী দলের সিরিজের সময়সূচি জানাল বিসিবি

স্পোর্টস ডেস্ক :
নারী টি-টোয়েন্ট বিশ্বকাপ খেলে গেল মাসেই দেশে ফিরেছিল বাংলাদেশ দল। সেখানে গিয়ে গ্রুপ পর্বই পেরোতে ব্যর্থ হয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। এরপর থেকেই মাঠের ক্রিকেটে নেই বাংলাদেশের মেয়েরা। এবার ঘরের মাটিতে আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাচ্ছে জ্যোতিরা।

আজ রোববার সিরিজের সময়সূচি নিশ্চিত করেছে বিসিবি। দুই ভেন্যুতে হবে সিরিজের আয়োজন। তবে সব ম্যাচই রাখা হয়েছে দিনের আলোয়।

ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে নারীদের হোম সিরিজ। সবকটা ওয়ানডে হবে সকাল ১০ টায়। ২৭ নভেম্বর হবে প্রথম ম্যাচ। এরপর ৩০ নভেম্বর এবং ২ ডিসেম্বর হবে সিরিজের বাকি দুই ওয়ানডে। সবকটা ম্যাচের ভেন্যু শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

ওয়ানডে সিরিজ শেষ করে টি-টোয়েন্টির জন্য দুই দল উড়াল দেবে সিলেটে। সেখানে ৫ ডিসেম্বর, ৭ ডিসেম্বর এবং ৯ ডিসেম্বর হবে সংক্ষিপ্ত ভার্সনের সিরিজ। তিনটি ম্যাচই শুরু হবে দুপুর ২ টায়। .

পূর্ববর্তী নিবন্ধবিয়ের ৮ মাসেই মা হলেন শ্রীময়ী
পরবর্তী নিবন্ধইসি গঠনে ৭ নভেম্বরের মধ্যে নাম চেয়েছে সার্চ কমিটি