জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
একসময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলত বিদেশিরা।কিন্তু বর্তমানে বাংলাদেশ অনেক ক্ষেত্রে ভারতের চেয়েও এগিয়ে গেছে। শনিবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া সাগর উপকূলে বেড়িবাঁধ সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম একথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ এগিয়ে যাচ্ছে। আগামী ২৪ বছরের মধ্যেই আমরা উন্নত দেশে পরিণত হব। সীতাকুণ্ডের বেড়িবাঁধ সংস্কারে বরাদ্দের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বলা হতো বিদেশিদের সাহায্য ছাড়া পদ্মা সেতু নির্মাণ অসম্ভব। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাও করে দেখিয়েছেন। আজ এখানে ২.১৫ কিমি বেড়িবাঁধ ৪০ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হচ্ছে। এখানে আরও ৩৩ কিমি বাঁধ সংস্কারের উদ্যোগ নেয়া হবে। তাতে ২০০-৩০০ কোটি টাকার প্রয়োজন। পর্যায়ক্রমে এটিও করার আশ্বাস দেন তিনি।
বাঁশবাড়িয়ার ইউপি চেয়ারম্যান মো. শওকত আলী জাহাঙ্গীরের সভাপতিত্বে ও আ’লীগ নেতা মোঃ শাহাজাহানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ দিদারুল আলম। অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি মোঃ ইসহাক, সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব মোঃ দিদারুল কবির, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি এম সেকান্দার হোসাইন, সাধারণ সম্পাদক সৌমিত্র চক্রবর্তী প্রমুখ।