পপুলার২৪নিউজ ডেস্ক:
এবারের ঈদে কলকাতার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির দুই ছবি মুক্তি পেয়েছে। শাকিব খানের বিপরীতে ‘নবাব’ ছবিটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে এখন পর্যন্ত সুপারহিট। অন্যদিকে জিতের বিপরীতে ‘বস টু’ ছবিতেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী। দেশের ১২৯টি সিনেমা হলে মুক্তি ‘নবাব’, ১১২ টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘বস টু’।
বলা যায় এবারের ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলো শুভশ্রীময়। বাংলাদেশের ২৪১ টি হল দখল করেছেন শুভশ্রী। অন্যদিকে ঢালিউড সুপারস্টার শাকিব খানের ছবি মুক্তি পেয়েছে সর্বমোট ১৬৯ হলে। শাকিবের ‘নবাব’ ১২৯ হলে মুক্তি পেলেও তার অভিনীত ‘রাজনীতি’ মুক্তি পেয়েছে মাত্র ৪০ টি হলে। বলা যায় একক কাস্টিং এর দিক থেকে শুভশ্রী বাংলাদেশে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন। এজন্য অবশ্য বাংলাদেশি দর্শকদের অভিনন্দন জানিয়েছেন শুভশ্রী। কেননা বস টু ও নবাব ছবি দুটি বাংলাদেশে মুক্তির পথে বাঁধাপ্রপ্ত হয়। ছবি দুটির বিরুদ্ধে যৌথ প্রযোজনা নীতিমালা ভঙ্গের অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত বাংলাদেশে মুক্তি পেয়ে যায় ছবি দুটি।
এদিকে শাকিব খানের যৌথ প্রযোজনার ছবি ‘নবাব’ বাংলাদেশে মুক্তি পেলেও কলকাতায় মুক্তি পায় নি। কিন্তু শুভশ্রী অভিনীত ‘বস টু’ ছবিটি পশ্চিমবঙ্গের ১৭৫ টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলে জানা গেছে। সেই হিসেবে এবারের ঈদে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ মিলে ৪৭৫ হলে শুভশ্রী অভিনীত ছবি মুক্তি পেয়েছে। শাকিব অভিনীত ‘নবাব’ ছবিটি যৌথ প্রযোজনার হলেও ঈদে পশ্চিমবঙ্গের কোনো প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। তবে বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে আগামী জুলাইয়ে পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ‘নবাব। ‘ ঈদে দুই বাংলার হিসেবে শুভশ্রী ৪৭৫ হল ও শাকিব ১৬৯ হল দখল করেন।
তবে শাকিব খান অভিনীত ‘অহংকার’ ও ‘রংবাজ’ মুক্তির পাইপলাইনে থাকলেও শেষ পর্যন্ত মুক্তি পায়নি। আর এই দুটি ছবি মুক্তি পেলে হিসেবে ব্যাপক পরিবর্তন আসতো। তবে রাজনীতি ছবিটিও শাকিব খানের একটি বিগ বাজেটের ছবি হলেও ঈদে ছবিটি উল্লখযোগ্য হল পায়নি।
এবারের ঈদে শুভশ্রী ক্যারিয়ারের বৃহস্পতি দারুণভাবে তুঙ্গে। দারুণ উচ্ছ্বসিত তিনি। ঈদের দিন শুভশ্রী উচ্ছ্বাস প্রকাশ করে সোশ্যাল মিডিয়া ফেসবুকে লিখেছেন, ‘আজ বাংলাদেশে নবাব মুক্তি পাচ্ছে। প্রথমদিনের প্রথম প্রদর্শনীতে কতজন সিনেমাটি দেখছেন?’