বাংলাদেশে সবার হাতে মোবাইল দেখে আমি মুগ্ধ: জার্মান রাষ্ট্রদূত

জার্মান রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে বলেছেন, বাংলাদেশে সবার হাতে মোবাইল ফোন দেখে সত্যিই আমি মুগ্ধ, আনন্দিত। ‘ডিজিটাল বাংলাদেশ’ স্বপ্ন নিয়ে দিনে দিনে এগিয়ে চলেছে।

বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. টমাস এইনরিচ প্রিন্জ বিদায়ী সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে এসব কথা বলেন।

শেখ হাসিনা বিদায়ী রাষ্ট্রদূতের মাধ্যমে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলকে শুভেচ্ছা জানিয়েছেন।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার দেশের সার্বিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। ‘কিন্তু এদেশে সমস্যা হচ্ছে, এখানে সরকার পরিবর্তন হলে আগের প্রশাসনের গৃহীত প্রকল্পগুলো পরবর্তী সরকার এসে বন্ধ করে দেয়।’

প্রধানমন্ত্রী জার্মান রাষ্ট্রদূতের প্রশংসা করে বলেন, তিনি গত সাড়ে তিন বছর এখানে তার কার্যকালে দু’দেশের মধ্যে সম্পর্ক এগিয়ে নিয়েছেন।

জার্মান রাষ্ট্রদূত ঢাকায় অবস্থানকালে তাকে সার্বিকভাবে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী ও তার সরকারের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি এখানে অনেক চমৎকার সময় কাটিয়েছি।’

টমাস এইনরিচ প্রিন্জ বাংলাদেশ ও জার্মানির মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। তাকে উদ্ধৃত করে প্রেস সচিব বলেন, বিদায়ী রাষ্ট্রদূত বলেছেন, ‘বাণিজ্যের ক্ষেত্রে আমরা অনেক ভালো অবস্থানে আছি।’

তিনি বাংলাদেশের উন্নয়নে জার্মানির সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন।

জার্মানির রাষ্ট্রদূত বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধনতুন জীবনে অভিনেত্রী সামিয়া
পরবর্তী নিবন্ধকোনো চাপের কাছে নতিস্বীকার করবেন না: সেতুমন্ত্রী