পপুলার২৪নিউজ প্রতিবেদক:
এক রাতের ঝটিকা সফরে বাংলাদেশ ঘুরে গেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব।
সোমবার সকালে তিনি ঢাকা ত্যাগ করেন। নদীবিষয়ক একটি সেমিনারে যোগ দিতে রোববার তিনি ঢাকায় আসেন। সোমবার ঢাকা ত্যাগ করার আগে হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক প্রাতঃরাশে অংশ নেন রাম মাদব।
রোববার শিল্পকলা একাডেমিতে নদীবিষয়ক দুদিনের ওই অনুষ্ঠানের প্রথম দিনে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।
প্রাতঃরাশে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব শহীদুল হক ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মনিসহ বেশ কয়েকজন সভাপতিমণ্ডলীর সদস্য যোগ দেন।
প্রাতঃরাশের অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশ-ভারত যৌথ নদী ব্যবস্থাপনা আলোচনার মধ্য দিয়েই সম্ভব।
একটি সূত্র জানায়, প্রাতঃরাশের পর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বিজেপির সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠক করেন।