বাংলাদেশের নিরাপত্তা পরিকল্পনায় সন্তুষ্ট অস্ট্রেলিয়া

পপুলার২৪নিউজ ডেস্ক:
বাংলাদেশের নিরাপত্তা পরিকল্পনায় সন্তুোষ প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল।

মঙ্গলবার বাংলাদেশের আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নিরাপত্তা পরামর্শক শিন ক্যারল।

আগামী আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ার।

দুই ম্যাচের টেস্ট সিরিজ নিশ্চিত করার আগে বাংলাদেশের সবশেষ নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে দুইদিনের সফরে এসেছেন সিএ’র এই নিরাপত্তা পরামর্শক।

২০১৫ সালের অক্টোবরে দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়া দলের। তবে নিরাপত্তা নিয়ে শংকা প্রকাশ করে অস্ট্রেলীয় সরকারের নির্দেশে সেই সফর স্থগিত করে সিএ।

২০১৬ সালের শুরুর দিকে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকেও নাম প্রত্যাহার করে নেয় অস্ট্রেলিয়া। গেল বছরের অক্টোবরে ইংল্যান্ড সিরিজ সফলভাবে সম্পন্ন করার পর বাংলাদেশ সফরের ব্যাপারে ইতিবাচক হয় সিএ।

সম্প্রতি দুবাইয়ে আইসিসির বৈঠক শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে সিরিজ আয়োজনের বিষয়ে কথা বলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান।

পূর্ববর্তী নিবন্ধকুড়িগ্রামে পরকিয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
পরবর্তী নিবন্ধচীন থেকে ছয়টি জাহাজ কিনবে বাংলাদেশ