বাংলাদেশের গ্রুপে কোরিয়া, মালয়েশিয়া, পোল্যান্ড

স্পোর্টস ডেস্ক : রোববার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হবে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের চতুর্থ আসর। ১২ জাতির এই টুর্নামেন্টে দলগুলো অংশ নেবে দুই গ্রুপে ভাগ হয়ে। শনিবার ম্যানেজার্স মিটিংয়ে গ্রুপিং ও ফিকশ্চার চূড়ান্ত করা হয়েছে।

স্বাগতিক ও গত তিনবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। প্রথবার এই টুর্নামেন্টে খেলতে আসা সর্বশেষ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট দক্ষিণ কোরিয়া পড়েছে বাংলাদেশের গ্রুপে। অন্য চার দল হচ্ছে- নেপাল, পোল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া।

‘বি’ গ্রুপের ৬ দল হচ্ছে-ইরাক, জাপান, থাইল্যান্ড, শ্রীলংকা, কেনিয়া ও নবাগত উগান্ডা। দুই গ্রুপে খেলার পর শীর্ষ চারদল উঠবে সেমিফাইনালে। তারপর ফাইনাল।

প্রথম দুই আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল ফাইনালে কেনিয়াকে হারিয়ে। সর্বশেষ আসরে ফাইনালে প্রতিপক্ষ ছিল চাইনিজ তাইপে। এবার চাইনিজ তাইপে নেই টুর্নামেন্টে।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় কোনো বস্তি থাকবে না, দিনমজুররাও ফ্ল্যাটে থাকবে : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধঢাকায় এসেছেন অভিনেতা বুরাক