স্পোর্টস ডেস্ক
সিলেটের ব্যাটিং সহায়ক উইকেটেও গতকাল অসহায় আত্মসমর্পণ করেছিলেন বাংলাদেশের ব্যাটাররা। এরপর শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে সাদমান ইসলাম-মাহমুদুল হাসানদের ব্যাটিং শিখিয়েছিলেন দুই রোডেশিয়ান ওপেনার। তাতে কোনো উইকেট হারানো ছাড়াই দিন শেষ করে জিম্বাবুয়ে। তবে আজ দিনের শুরুতেই বাংলাদেশি পেসারদের তোপের মুখে পড়ে তারা। পাশাপাশি স্পিনাররাও ভালো বোলিং করেছেন। বিশেষ করে মেহেদি হাসান মিরাজ। এই ডানহাতি অফ স্পিনারের ফাইফারে জিম্বাবুয়েকে ২৭৩ রানে থামাতে পেরেছে বাংলাদেশ।
সিলেট টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৮০ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ২৭৩ রান করেছে জিম্বাবুয়ে। এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে করেছিল ১৯১ রান। ফলে প্রথম ইনিংস শেষে ৮২ রানে এগিয়ে আছে রোডেশিয়ানরা।
বিস্তারিত আসছে…