পপুলার২৪নিউজ ডেস্ক:
ঐতিহাসিক টেস্ট জয়ের জন্য ম্যাচের চতুর্থ দিনে আজ দ্রুত উইকেট তুলে নেওয়ার দরকার ছিল বাংলাদেশের। মেহেদী মিরাজ দিনের দ্বিতীয় ওভারে কিছুটা ইঙ্গিতও দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত লাঞ্চের আগে সেই ১ উইকেটই সম্বল হলো বাংলাদেশের। বড় জুটি গড়ে লাঞ্চে গেলেন ওপেনার করুণারত্নে এবং কুশল মেন্ডিস। টাইগার বোলারদের জন্য হতাশার এক সেশন কাটল। চতুর্থ দিন লাঞ্চের আগে লঙ্কানদের সংগ্রহ ১ উইকেট ১৩৭ রান। বাংলাদেশের বিপক্ষে ৮ রানের লিড নিয়েছে তারা।
পি সারা ওভালে বিনা উইকেটে ৫৪ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে স্বাগতিক শ্রীলঙ্কা। ২৫ অপরাজিত থাকা করুণারত্নে আজ হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন ৯২ বলে। লাঞ্চের আগ পর্যন্ত ১৩৩ বলে ৬ বাউন্ডারিতে করেছেন ৬৭* রান। কুশল মেন্ডিস অপরাজিত আছেন ৩৬ রানে। একমাত্র উইকেটটি তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তার দারুণ এক বলে বোল্ড হয়ে যান উপুল থারাঙ্গা (২৬)।
এর আগে প্রথম ইনিংসে ১২৯ রানের লিড নেয় বাংলাদেশ। জবাবে লঙ্কানদের দ্বিতীয় উইকেট জুটি এখন ৮০ রানের। ম্যাচ থেকে অনেকটাই ছিটকে গেছে বাংলাদেশ। সাকিব আল হাসান গতকাল বলেছিলেন, লঙ্কানদের কাছ থেকে ২০০ রানের বেশি টার্গেট আশা করছেন না তারা। তাহলে জয়টা কঠিন হয়ে যাবে। সেই লক্ষ্য পূরণ করতে হলে বল হাতে জ্বলে উঠতে হবে মুস্তাফিজ-মিরাজ-সাকিবদের।