বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দিলেন মেহেদী

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে ভারত ২ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়িয়েছিল শুভমান গিল ও লোকেশ রাহুলের ব্যাটে। দুজনে মিলে গড়ে তোলেন ৫৭ রানের জুটি। সেই জুটি ভেঙে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন শেখ মেহেদী।

৩৯ বলে ১৯ রান করা রাহুলকে ফেরান মেহেদী। ভারত ব্যাটার ক্যাচ দেন শামিম হোসেনকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেটে ৭৪ রান নিয়ে ব্যাট করছে টিম ইন্ডিয়া। ৪২ রান নিয়ে ক্রিজে রয়েছেন শুভমান গিল।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কলম্বোয় আন্তর্জাতিক ক্রিকেটের শুরুটা দারুণভাবে রাঙান তানজিম সাকিব। ব্যাটিংয়ে নেমে ভারতের শক্তিশালী বোলিং লাইনের বিপক্ষে খেলেন ৮ বলে ১৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। বোলিংয়েও শুরুতেই তার ঝলক। প্রথম ওভারেই রোহিত শর্মাকে ফেরান ডানহাতি এই পেসার।

তানজিমের করা প্রথম ওভারের দ্বিতীয় বলে কাভার পয়েন্টে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত। নিজের পরের ওভারে আবারও ঝলক দেখান তানজিম। এবার তিলক ভার্মাকে সাজঘরের পথ দেখিয়েছেন এই পেসার। ভারতের ইনিংসের তৃতীয় ওভারে দুর্দান্ত এক ইনসুইংগারে তিলককে আউট করেন সাকিব। অফ স্টাম্পের বাইরে দিয়ে যাবে ভেবে বল ‘`লিভ’ করতে গিয়ে বোল্ড হন তরুণ এই ব্যাটার।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৬৫ রান করে বাংলাদেশ। শুরুতে দ্রুত কিছু উইকেট হারিয়ে চাপে পড়লেও টাইগারদের পথ দেখান অধিনায়ক সাকিব আল হাসান এবং তাওহীদ হৃদয়। সাকিব ৮০ রান করে ফিরলে হৃদয় ফেরেন ৫৪ রানে। এরপর বাংলাদেশকে টেনে নিয়ে যান নাসুম আহমেদ। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ৪৪ রান করার পথে তাকে সঙ্গ দেন শেখ মেহেদী এবং তানজিম সাকিব। মেহেদী ২৯ ও তানজিম করেন ১৪ রান।

পূর্ববর্তী নিবন্ধকাল দেশে ফিরবেন রাষ্ট্রপতি
পরবর্তী নিবন্ধপবিত্র ঈদে মিলাদুন্নবী ২৮ সেপ্টেম্বর