বাংলাদেশকে উন্নত দেশে উন্নীত করার ওয়াদা প্রধানমন্ত্রীর

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে উন্নীত করার ওয়াদা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ২০২১ সালে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়ে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী পালন করব। ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। এই ওয়াদা আমি জাতির পিতার কাছে দিয়ে যাচ্ছি।

বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু যখনই সদ্য স্বাধীন বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখনই তাকে হত্যা করা হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়া। আমি জাতির পিতার কাছে ওয়াদা করে বলতে চাই, বাংলাদেশকে ক্ষুদামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তুলব।

পূর্ববর্তী নিবন্ধকাকরাইল মসজিদে মাওলানা সাদ
পরবর্তী নিবন্ধসোনমের বিয়ে এপ্রিলে!