স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ছিল সিরিজ জয়ের। তবে সেটা এক ম্যাচ হাতে রেখেই জয় করে নিয়েছে বাংলাদেশ দল। এবার বাংলাদেশের সামনে আবারো ইতিহাস গড়ার হাতছানি। আজ মঙ্গলবার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে জস বাটলারদের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ দল।
আজ মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে দুপুর তিনটায় ম্যাচটি শুরু হবে। এর আগে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে রোববার ইংল্যান্ডকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। ঘরের মাঠে বলে নয়, সবমিলিয়ে এবারই প্রথম ইংল্যান্ডকে বাংলাওয়াশ করার সুযোগ পেয়েছে টাইগাররা।
দ্বিতীয় ওয়ানডে শেষে পেসার তাসকিন আহমেদ জানিয়েছিলেন শেষ ম্যাচও জিততে চান। তবে সিরিজ জয়ে দ্বিধার কথা শুনিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দ্বিতীয় ম্যাচ শেষে পাপন জানান তিনি ভাবেননি ইংল্যান্ডকে বাংলাদেশ হারাবে এবং সিরিজ জিতবে।
তবে সিরিজ জয়ের পর্ব শেষে বাংলাদেশের লক্ষ্য চিন্তা কিংবা চেতনা এখন একটাই, তা হল ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করা। সেই লক্ষ্যেই শেষ ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। সোমবার দুই দলের কোনো দলই করেনি অনুশীলন। হোটেলে বসে কাটিয়েছে সময়। তবে সাকিব আল হাসান ছুটেছিলেন মাগুরায় ব্যক্তিগত কাজে। যদিও বিকেলেই ফিরেছেন ঢাকায়।