বসুন্ধরা গ্রুপ আন্তঃব্যাংক দলগত দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জনতা ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত বসুন্ধরা গ্রুপ আন্তঃব্যাংক দলগত দাবা প্রতিযোগিতায় টানা ২য় বার চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছে জনতা ব্যাংক লিমিটেড।

সম্প্রতি বাংলাদেশ দাবা ফেডারেশন হতে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহনের পর দলটি ব্যাংকের এমডি এন্ড সিইও মো. আব্দুল জব্বারের সাথে সাক্ষাত করে। এ সময় ব্যাংকের ডিএমডি মো. কামরুল আহছান ও জিএম প্রতিভা রানী সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন। জনতা ব্যাংকের টান্সপোর্ট ডিপার্টমেন্টে কর্মরত ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমনের নেতৃত্বে ফরেন এক্সচেঞ্জ কর্পোঃ শাখার মিহির লাল দাস, ব্রাহ্মণবাড়িয়ার কুটি শাখার মো. গাজী সালাহ উদ্দিন ও ঝিনাইদহ এরিয়ার মো. আনিসুর রহমান প্রতিযোগিতায় অংশ নেন।

দলটির সার্বিক তত্ত্বাবধান করেন ব্যাংকের উপমহাব্যবস্থাপক, জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ও ঢাবি সিনেট সদস্য মীর্জা মোঃ আব্দুল বাছেত এবং সমন্বয়ক ছিলেন বিডিএমডির উপমহাব্যবস্থাপক মো. আবদুস সোবহান মিয়া।

পূর্ববর্তী নিবন্ধ২১ দিনে প্রবাসী আয় এলো ১৫৪৭৫ কোটি টাকা
পরবর্তী নিবন্ধশিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিত ৩৪ শিক্ষককে শোকজ