বসন্তের রঙে রঙিন বইমেলা

নিজস্ব প্রতিবেদক

শীতের শেষে লাল-হলুদের আগমনী বার্তা নিয়ে এসেছে বসন্ত। ঋতুরাজ বসন্তকে বরণ আর বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে চারদিকে লাল-হলুদের ছড়াছড়ি। সেই ছোঁয়া লেগেছে অমর একুশে বইমেলাতেও। এদিন বইমেলায় আসা ক্রেতা-দর্শনার্থীদের দেখা গেছে বসন্তের সাজে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে দেখা যায়, শিশু থেকে শুরু করে বিভিন্ন বসয়ী মানুষ বাইমেলায় আসছেন। কেউবা হলুদ শাড়ি, কেউ পরেছেন হলুদ পাঞ্জাবি। কেউ কেউ খোঁপায় গুঁজেছেন ফুল। অনেকের হাতেও ফুল দেখা গেছে।

বইমেলায় আসা ক্রেতা-দর্শনার্থীরা বলছেন, বিশ্ব ভালোবাসা দিবস আর ফাল্গুনের আমেজকে ঘিরে তারা সেজেছেন। বাঙালির ঐতিহ্যের বইমেলায়ও তাই তারা বরণ করছেন বসন্তকে।

মেলায় আসা নিলুফার বলেন, বসন্ত বরণ আর ভালোবাসা দিবসের জন্য হলুদ শাড়ি পরেছি। আজ বসন্ত বরণের দিন। বাঙালি সংস্কৃতির ঐতিহ্যকে ধারণ করে চারুকলার উৎসবে এসেছিলাম৷ সেখান থেকে বইমেলায় আসলাম।

আরেক দর্শনার্থী রাকিব বলেন, বন্ধুদের নিয়ে মেলায় ঘুরতে এসেছি। আজ বাঙালির উৎসবের দিন। আজ ঘুরাঘুরি করে কাটাবো।

তবে দুপুর পর্যন্ত ঘুরে বইমেলায় তেমন ভিড় দেখা যায়নি। স্টলের বিক্রেতারা বলছেন, দুপুর পর্যন্ত ভিড় না বাড়লেও বিকেলে ভিড় বাড়বে। তবে অন্য দিনগুলোতে বিকেল ৩টা থেকে শুরু হলেও আজ বেলা ১১টা থেকে মেলা শুরু হয়েছে।

বইমেলায় রাদ্ধ প্রকাশের স্টলে থাকা বিক্রয় প্রতিনিধি সুমাইয়া বলেন, এখনও মেলার ভিড় বাড়েনি। লোকজন আসতে শুরু করেছে। বিকেলের দিকে লোকসমাগম বাড়তে পারে৷

এদিকে এই দিনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়, অমর একুশে বইমেলাসহ আশপাশের এলাকায় পুলিশি নিরাপত্তায় কড়াকড়ি দেখা গেছে।

পূর্ববর্তী নিবন্ধভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আরও কর্মী নিতে আমিরাতের প্রতি আহ্বান
পরবর্তী নিবন্ধরণবীরকে নিয়ে বিতর্কের মাঝেই কপিলের মন্তব্য ভাইরাল