বশেমুরবিপ্রবির’র শিক্ষার্থীর উপর বহিরাগতদের হামলার প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর উপর বহিরাগতদের হামলার প্রতিবাদে ও শিক্ষার্থীদের নিরপত্তার দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

রোববার দুপুর ১টা থেকে ২টা পয্যন্ত বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সমানে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে শিক্ষর্থীরা। এ সময় শিক্ষার্থীরা বহিরাগতদের হামলার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবী জানায়। প্রসঙ্গত, গতকাল শনিবার বিকালে শিক্ষার্থী মারুফের উপর হামলার করে বহিরাগতরা। এতে সে মারাত্মক আহত হন।

পূর্ববর্তী নিবন্ধ১১তম দিনেও আন্দোলনে উত্তাল বশেমুরবিপ্রবি,শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম সিটি-যশোর-বগুড়ার উপ-নির্বাচন ২৯ মার্চ