পপুলার২৪নিউজ ডেস্ক ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ নাকি বল টেম্পারিং করেছেন।
রোববারের ম্যাচে স্মিথ তার ঠোঁটের কোণ থেকে লিপ বাম নিয়ে বল শাইনিংয়ের কাজ করেছেন বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর স্মিথ ফেঁসে যান।
তবে স্মিথ ভিডিওটির রিপ্লে দেখে হাসি দিয়ে অভিযোগটি উড়িয়ে দিয়েছেন।
স্মিথের দাবি, তিনি অন্য কোনো কৃত্রিম উপায়ে বলের শাইনিং ফেরানোর কাজ করেননি। বরং থুতুর সাহায্যে স্বাভাবিক প্রক্রিয়ায় তিনি এ কাজটি করেছেন।
স্মিথ বলেন, ভিডিওতে আমার মুখের দিকে তাকালেই বোঝা যায়, ঠোঁটের কোনের থুতু দিয়ে আমি বলের শাইনিং ফেরাতে চাইছিলাম। আর ভিডিওতে স্পষ্টই দেখা যায়, আমার মুখে কোনো লিপ বাম বা অন্য কোনো পদার্থ ছিল না- ঠোঁট ছিল শুকনো।
এর আগে ইংলিশ বোলার জেমস অ্যান্ডারসনের বিপক্ষে বল টেম্পারিংয়ের অভিযোগ ওঠে।
রোববার জস বাটলারের সেঞ্চুরিতে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড। তবে অ্যাশেজ টেস্ট সিরিজে ৪-০ ব্যবধানে জয় পায় অস্ট্রেলিয়া।