পপুলার২৪নিউজ ডেস্ক: সরাসরি কাতার ২০২২ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে লাতিন আমেরিকার মাঠে ফিরেছে ফুটবল।
শুক্রবার মেসির গোল দিয়েই শুরু হয় শুভ সূচনা। এদিন ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আর চিলিকে ২-১ গোলে হারিয়েছে উরুগুয়ে। দিনের অপর ম্যাচে ড্র হয়েছে প্যারাগুয়ে-পেরুর ম্যাচ।
দ্বিতীয় দিনে এসে দুর্দান্ত খেলল কিংবদন্তি পেলের দেশ ব্রাজিল। প্রতিপক্ষ বলিভিয়া পাত্তাই পেল না সেলেকাওদের কাছে।
শনিবার বাংলাদেশ সময় ভোরে রবার্তো ফিরমিনো, নেইমার, কুতিনহোরা বলিভিয়াকে ৫-০ গোলের বড় ব্যবধানে নাস্তানাবুদ করে ছাড়ল।
এতো বড় ব্যবধানের জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে ব্রাজিল।
শনিবারের ম্যাচে নেইমারের নামা অনিশ্চিত ছিল। অনুশীলনের সময় পিঠে ব্যথা অনুভব করেছিলেন।
এমন অবস্থায়ও ইনজুরিকে হার মানিয়ে চমৎকার পারফর্ম করেছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। যদিও গোলের দেখা পাননি তিনি।
৫ গোলের মধ্যে দুটি নিউজ করেছেন লিভারপুলের ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো। একটি করে গোল দিয়েছেন বার্সেলোনা ফরোয়ার্ড কুতিনহো এবং পিএসজি ডিফেন্ডার মার্কুইনহোস।
বাকি একটি গোল ছিল আত্মঘাতী। ম্যাচের ৬৬ মিনিটে নেইমারের উদ্দেশ্যে ছোড়া কুতিনহোর ক্রস বলিভিয়ার ডিফেন্ডার কারাসকোর গায়ে লেগে আত্মঘাতী গোলটি হয়ে যায়।
এর আগে শুরুতে ম্যাচের ১৬ মিনিটের সময় দানিলোর মাপা ক্রসে নান্দনিক হেডে লিড এনে দেন পিএসজি ডিফেন্ডার মার্কুইনহোস।
ম্যাচের ৩০ মিনিটের দিকে নেইমারের এসিস্টে লোদি হয়ে ডিবক্সে বল পেয়ে যান ফিরমিনো। শুধু পা ছুঁয়েই লিভারপুল ফরোয়ার্ড ফিরমিনো নিজের প্রথম গোলটি করেন।
প্রথমার্ধে আর কোনো গোল না হলে ২-০ স্কোরলাইনে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে ফিরেই ৫০ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোল করেন ফিরমিনো। সেই নেইমারের এসিস্টে ডি-বক্সে বল পেয়ে সুযোগ হাতছাড়া করেননি ফিরমিনো।
ম্যাচের ৬৬ মিনিটের আত্মঘাতী গোলে হালি পূরণ হয় ব্রাজিলের।
৭৩ মিনিট শেষে আবারও গোলমেকারের ভূমিকায় দেখা যায় নেইমারকে। তার বুদ্ধিদীপ্ত ক্রসে বলিভিয়ার দুই ডিফেন্ডারকে পরাস্ত করে লাফিয়ে দর্শণীয় হেডে বলিভিয়ার কফিনে শেষ প্যারেক ঠুকে দেন কুতিনহো।
৫-০ গোলের ব্যবধানে জয় লাভ করে ব্রাজিল।
পুরো ম্যাচজুড়ে মাঠ সেলেকাওদের দখলেই ছিল। বলিভিয়ার স্ট্রাইকার, মিডফিল্ডারদের উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখা যায়নি।
ম্যাচের হাইলাইটস দেখুন-