পপুলার২৪নিউজ প্রতিবেদক
ভারতে বিস্ফোরণ মামলায় চার বাংলাদেশিসহ ১৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। পাঁচ বছর আগে দেশটির বর্ধমান জেলার খাগড়াগড় এলাকায় এক বাড়িতে বিস্ফোরণের ঘটনায় মামলাটি দায়ের হয়েছিল।
শুক্রবার ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) বিশেষ আদালতের বিচারক কলকাতার নগর দায়রা জজ সিদ্ধার্থ কাঞ্জিলাল এ রায় দেন।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, দণ্ডপ্রাপ্ত ১৯ জনের মধ্যে চার বাংলাদেশিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সাজাভোগ শেষে তাদের দেশে ফেরত পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক।
দণ্ডপ্রাপ্ত ৪ বাংলাদেশিরা হলেন- শেখ রামতুল্লা ওরফে সাজিদ ওরফে বোরহান শেখ, সাদিক ওরফে সুমন ওরফে তরিকুল ইসলাম ওরফে রায়হান শেখ, লিয়াকত আলী প্রামাণিক ওরফে রফিক ওরফে মোহাম্মদ রুবেল ও হাবিবুর রহমান ওরফে জাহিদুল ইসলাম ওরফে জাবিরুর ইসলাম ওরফে জাফর।
এ ছাড়া ১৯ আসামিদের মধ্যে দুই নারী ও এক তরুণকে ছয় বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। অপর ১২ জনকে ৮ থেকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
২০১৪ সালের আলোচিত এ মামলায় দীর্ঘ তদন্ত শেষে ৩১ জনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে আদালতে চার্জশিট দেয় এনআইএ। তাদের মধ্যে ১৯ জন আদালতে দোষ স্বীকার করে নেয়ায় শুক্রবার ওই দণ্ডাদেশ দেন বিচারক।
বাকি ১২ জন আসামি এখনো নিজেদের নির্দোষ দাবি করায় তাদের বিষয়ে শুনানি শেষ হয়নি বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।