বর্তমান সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী : শিল্পমন্ত্রী

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে পদ্মাসেতু আজ নিজের পায়ে দাঁড়িয়েছে। পদ্মাসেতু নির্মাণ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। দুর্নীতির মিথ্যা অপবাদ দিয়ে নির্মাণ কাজ ব্যহত করার চেষ্টা করেছিল একটি গোষ্ঠী। তাদের সকল ষড়যন্ত্র ধুলোয় মিশে গেছে। বর্তমান সরকার নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু ও পায়রা বন্দর নির্মাণ করছে।

শুক্রবার সকাল ১১টায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা আছেন বলেই দক্ষিণাঞ্চলের মানুষ নতুন ঠিকানা পেয়েছে দাবি করে শিল্পমন্ত্রী বলেন, এক সময় দক্ষিণাঞ্চল ছিল সবচেয়ে অবহেলিত জনপদ। এখন পদ্মাসেতু ও পায়রা বন্দরের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশ নতুন পরিচিতি পেয়েছে। এর মাধ্যমে দক্ষিণাঞ্চলের উন্নয়নেও নতুন দিগন্তের সৃষ্টি হয়েছে।

বর্তমান সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, বৃহত্তর স্বার্থে নারী সমাজকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। কেননা তিনি অবহেলিত নারী সমাজের মর্যাদা বৃদ্ধিসহ সার্বিক মঙ্গলের জন্য নানামূখী পদক্ষেপ নিয়েছে।

 

পূর্ববর্তী নিবন্ধনেটদুনিয়া কাঁপাচ্ছে দীপিকার ফটোশুট
পরবর্তী নিবন্ধবেঙ্গালোরে প্রথম সমকামী বিয়ে, পরিবারের অভিযোগ