বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আগে বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে। তারপর নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। এতে নির্বাচনের পরিবেশ তৈরি হবে। বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না।’

মঙ্গলবার (১০ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সম্পাদকমণ্ডলীর সদস্য ও সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে যৌথ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৩০ মে শাহাদাতবরণ করেন। সে উপলক্ষে বিএনপি ২৯ মে থেকে ৭ জুন দেশব্যাপী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করবে।

তিনি বলেন, ‘আজ থেকে ৩৮ বছর আগে ১৯৮৪ সালের ১০ মে বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব নেন বেগম খালেদা জিয়া। সেই থেকে তিনি নিরলসভাবে দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছেন। তার চেয়ারপারসন হওয়ার দিন হিসেবে আজকের দিনটি বিএনপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দলের চেয়ারপারসনকে অভিনন্দন জানাই ও তার রোগমুক্তি কামনা করি।’

বিএনপির চেয়ারপারসন অভিযোগ করেন, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। কোনোভাবেই বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। তারা সাধারণ মানুষের কথা না ভেবে ব্যবসায়ীদের স্বার্থে তেলের দাম বাড়িয়েছে।

নির্বাচনে ইভিএম পদ্ধতি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশন বলছে ৩০০ আসনে একসঙ্গে ইভিএম সম্ভব না। অন্যদিকে, সরকারপ্রধান বলছেন, ইভিএমে নির্বাচন হবে। এতেই প্রমাণিত হয়, সরকার নির্বাচন কমিশনসহ সব ব্যাপারে হস্তক্ষেপ করে। সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে।’

বর্তমান শ্রীলঙ্কার যে অবস্থা, তা থেকে বাংলাদেশের শিক্ষা নেওয়ার কিছু আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘অবশ্যই শিক্ষা নেওয়ার আছে। কিন্তু দুখের বিষয় হচ্ছে, এসব দেখেও বর্তমান সরকার কোনো শিক্ষা নিচ্ছে না। বাংলাদেশের অবস্থা অচিরেই শ্রীলঙ্কার চেয়েও খারাপ হবে।’

যৌথ সভায় আরও উপস্থিত ছিলেন—বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমারা গেছেন সন্তুরবাদক শিবকুমার শর্মা
পরবর্তী নিবন্ধএশিয়ান আরচারিতে ৪ পদক বাংলাদেশের