বরুড়া নাগরিক কল্যাণ পরিষদের কোরআন মশক প্রশিক্ষণ কোর্স সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক:

বরুড়া নাগরিক কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ৩ দিনব্যাপী কোরআন মশক প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়েছে। আজ ৬ মার্চ শুক্রবার বাদ জুমা হুরুয়া মাদরাসায় এ প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়। শায়খুল কোররা, ওস্তাজুল আসাতিজা ক্বারী আবদুর রহমান সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত কোরআন মশক প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন বরুড়ার গর্ব, আন্তর্জাতিক হাফেজ, কারী নাজমুল হাসান। বরুড়া নাগরিক কল্যাণ পরিষদ এর স্বপ্নদ্রষ্টা ও সভাপতি, বরুড়ার কৃতিসন্তান, কাতার ধর্ম মন্ত্রনালয়ের ইমাম ও খতীব, মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন কাতারের সেকরেটারী জেনারেল, মাজলিসুল উলামা কাতার এর সদস্য সচিব, কাতার হজ্জ মিশনের সাবেক মুয়াজ্জেহ শরয়ী মাওলানা মুশাহিদুর রহমান এর পৃষ্ঠপোষকতায় এবং পরিষদের সিনিয়র সহসভাপতি ও অর্থ পরিচালক মুফতী মনজুর মুজিবের তত্বাবধানে পরিচালিত কোর্সে সার্বিক সহযোগীতায় ছিলেন-

বরুড়া নাগরিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মুফতী ওযায়ের আমীন, মুফতী হায়াত মাহমুদ জাকির, মুফতী মুনিরুজ্জামান। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়ার কৃতিসন্তান, নোয়াখালী চাটখিল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মুহাম্মদ মিজানুর রহমান ভুঁইয়া। বরুড়া নাগরিক কল্যাণ পরিষদ বরুড়া পৌর শাখার আহবায়ক মুফতী সোলাইমান মিয়াজী ও সদস্যসচিব মাওলানা আবদুল্লাহ আল আশরাফী এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কোর্সের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাওলানা ক্বারী আহমদুল্লাহ। আরো উপস্থিত ছিলেন মাওলানা ইউসুফ নিজামী, ডা. যোবায়ের আহমদ মিয়াজী, মাওলানা নুরুল্লাহ মিয়াজী, হাফেজ ওয়ালী উল্লাহ, মাওলানা আল আমিন, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা ফয়জুল্লাহ, হাফেজ মাহমুদ আশরাফী, মাওলানা শাহ আলম, মাওলানা ওমর ফারুক, মাওলানা এমরান হোসাইন ভুঁইয়া, কারী আব্দুল হামিদ, মাওলানা সালমান লতিফপুরী, মাওলানা আমিনুল ইসলাম, মুহাম্মদ আল আমিন প্রমূখ। কোর্সে যেসব মাদরাসা অংশগ্রহন করেছে হুরুয়া মাদরাসা, মারকাজুন নূর মাদরাসা, দীঘলগাঁও মাদরাসা, ছোট লক্ষিপুর মাদরাসা, আসরা মাদরাসা, মেড্ডা মাদরাসা, মানিকসার মাদরাসা, বিশ্বরোড মাদরাসা, বরুরা অফিস পাড়া মাদরাসা, বাগমারা মাদরাসা, মুকাররম, মারকাজুল কুরআন আমরাতলী মাদরাসা, দরগার নামা মাদরাসা, আবরার মাদরাসা, ঝলম মাদরাসা অন্যান্য।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে নিখোঁজের ৭দিন পর যুবকের লাশ উদ্ধার 
পরবর্তী নিবন্ধবিশ্ব নারী দিবসে গুগলের বিশেষ ডুডল